শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ভার্চুয়াল মাধ্যমে দিনভর বিদ্যাসাগরের জন্মদিন পালন করল শিক্ষক সংগঠন বি জি টি এ ।

ভারত নিউজ - মহামারী, লকডাউন প্রভৃতি কারণে প্রকাশ্য অনুষ্ঠানে অনেক বাধা-নিষেধ। এই কারণে রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন ভার্চুয়াল মাধ্যমে দিনভর প্রায় বারো ঘণ্টা ধরে বিদ্যাসাগরের জন্মদিন পালন করল। বিদ্যাসাগরের জীবনী ও কাজকর্মের ওপর বক্তৃতা, গান, আবৃত্তি সমস্ত কিছুই করা হয়। পুরোটাই অনলাইনে অনুষ্ঠিত হয়। নারী স্বাধীনতা ও শিক্ষায় বিদ্যাসাগরের অবদানের বিষয়টি তুলে ধরা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সম্পন্ন করার জন্য সংগঠনের শিক্ষিকারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। সংগঠনের নেত্রী দীপান্বিতা সামন্ত সহ অন্যান্য শিক্ষিকারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  সংগঠনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য্য বলেন, রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনাকে কেন্দ্র করে সংগঠনের উৎপত্তি কিন্তু শিক্ষক সংগঠন হিসেবে সমাজে ও রাষ্ট্রের কাছে আমরা দায়বদ্ধ তাই মহামারী ও আমফানে আমাদের সংগঠন সরকারি ত্রাণ তহবিল থেকে মানুষের ঘরে সরাসরি সাহায্য পৌঁছে দিয়েছে। দীর্ঘ ক্লাস বন্ধে আমাদের সংগঠন অনলাইনে প্রতিনিয়ত ক্লাস নিয়েছে। সেইসঙ্গে বিদ্যাসাগরের যে অনড় মনোভাব তাঁকে তাঁর লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছিল বি জি টি এ বিদ্যাসাগরের সেই আদর্শকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে অনঢ় মনোভাবেই তার লক্ষ্যে পৌছবে। সংগঠনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বিদ্যাসাগরের জীবনের কিছু অজানা কর্মকাণ্ড তুলে ধরেন। যেমন বিদ্যাসাগর হোমিওপ্যাথি নিয়ে একসময় দীর্ঘ মনোনিবেশ ও চর্চা করেছিলেন । 
 রাজ্যে স্নাতক শিক্ষকের সংখ্যা প্রায় এক লক্ষ কুড়ি হাজারের মতন। ফলে রাজ্যে সরকারি কর্মচারীদের মধ্যে তারা একটি বড় সংগঠন। বি জি টি এ তাদের সাংগঠনিক কাজকর্ম আপাতত ভার্চুয়াল মাধ্যমে চালিয়ে যাচ্ছে। সংগঠনের সদস্যরা তাদের অধিকার ও তাদের বক্তব্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ইমেল ও এসএমএস করে জানাচ্ছে।  বিপুল সংখ্যক স্নাতক শিক্ষক ও তাদের পরিবারের সদস্য সংখ্যা ধরে তারা একটি  ফিগারের রূপ নিতে পারে ফলে আগামী বিধানসভায় এই সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে যদিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা সরাসরি কোনও দলকে সমর্থন করবোনা তবে আমাদের আন্দোলনের পাশে যারা থাকবে তাদের স্বাগত। 

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

পাঁশকুড়া পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে এক মহিলা করোনা পজিটিভ ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে এক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর বয়স ষাট।  তাঁর বাড়ি পাঁশকুড়ার ভবানীপুর গ্রামে। কয়েকদিন ধরে তিনি জ্বরে  ভুগছিলেন এই কারণে নমুনা পরীক্ষা করতে দিয়ে আসেন। গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ আসে। রাতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আরজিকর হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এদিকে গত কয়েকদিন ধরে পাঁশকুড়া বাজার এলাকায় পাড়ায় পাড়ায় স্যানিটাইজেশনের কাজ চলছে। 
 অপরদিকে পাঁশকুড়ার বড়মা অস্থায়ী করোনা হাসপাতলে এই মুহূর্তে ৫৫ জন ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। 

বুধবার, ২৯ জুলাই, ২০২০

রাজ্য রাজনীতিতে ছন্দপতন, মারা গেলেন সোমেন মিত্র ।

  ভারত নিউজ - রাজ্য রাজনীতিতে ছন্দপতন। মারা গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। কংগ্রেস তিনি ছোড়দা নামে পরিচিত ছিলেন।  বয়স হয়েছিল ৭৯ বছর। বুধবার গভীর রাতে তিনি মারা যান। কয়েকদিন আগে হৃদযন্ত্রে সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন।  দীর্ঘদিনের প্রদেশ কংগ্রেস সভাপতি, পশ্চিমবঙ্গ বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক এবং একবার লোকসভার সাংসদ ছিলেন। শিয়ালদহ বিধানসভা আসন থেকে বেশ কয়েকবার জয়লাভ করেন। পরবর্তীকালে ২০০৯ সালে তিনি  কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন এবং ডায়মন্ড হারবার লোকসভা আসনে তৃণমূলের টিকিটে জয় লাভ করেন। তবে পরবর্তীকালে আবার কংগ্রেসেই ফিরে আসেন। প্রদেশ কংগ্রেসে একসময় দুটি গোষ্ঠী ছিল সোমেন মিত্র গোষ্ঠী এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। মূলতঃ, সোমেন মিত্রর সঙ্গে মতবিরোধের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেন।
 তাঁর স্ত্রী ও এক পুত্র রয়েছে। তাঁর জন্ম হয় ১৯৪১ সালে পূর্ববঙ্গে অধুনা বাংলাদেশে।  পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্ত্রীর নাম শিখা মিত্র। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী বিধানসভা আসনে বাম ও কংগ্রেসের জোট প্রার্থী হয়ে সোমেনবাবু  লড়াই করেছিলেন তবে জিততে পারেননি। 

রাফেল সুন্দরী ভারতের হাতে, যুদ্ধের গতিপ্রকৃতি বদলে যাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় ।

  ভারত নিউজ - অবশেষে বহুপ্রতীক্ষিত রাফেল ভারতের মাটিতে ল্যান্ড করল। এই মুহূর্তে রয়েছে হরিয়ানার আম্বালাতে বায়ুসেনার ঘাঁটিতে। ফান্সে তৈরি এই রাফেল চালানার জন্য ভারতের পাইলটরা ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। ফরাসি রাফেল কথার অর্থ বাতাসের ঝাঁক, সামরিক অর্থে রাফেল কথার অর্থ আগুনের বিস্ফোরণ। রাফেল এর বিশেষত্ব এইযে শত্রুপক্ষের ছশো কিলোমিটার ভেতরে প্রবেশ করে আঘাত হানতে পারে। রাফেল এতটাই কার্যকরী ও অত্যাধুনিক যে ভারতের সামরিক সম্ভার আমূল বদলে দেবে। রাফেল নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা তবে শেষ পর্যন্ত ভারতীয় বায়ুসেনার হাতে এলো রাফেল।  মূলত ভারত - ফ্রান্সের মৈত্রী সম্পর্কের কারণে ভারতকে রাফেল দিতে সম্মত হয়। কেন, জরুরি ছিল রাফেলের মত অস্ত্র ? ভারতের সীমান্তে রয়েছে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশ এবং চীনের মতো সাম্রাজ্যবাদী দেশ।  বাংলাদেশ, আফগানিস্তানের মত দুর্বল শত্রুর কথা ছেড়েই দিলাম।  প্রতিবেশী ভালো হলে মানুষ সুখে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষ ভদ্রস্থ প্রতিবেশী পায়নি তাই ভারতকে আগ্রাসনের জন্য নয় নিজের সামরিক সুরক্ষার জন্য অস্ত্রসম্ভার বৃদ্ধি করতে হয়েছে। পাকিস্তান প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে ভারতের সঙ্গে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে।  মদত রয়েছে চীনের অপরদিকে চীন একটি মহাশক্তিধর দেশ প্রযুক্তি, বিজ্ঞান, সামরিক কৌশল সবকিছুতেই অনেকটাই এগিয়ে এই কারণে  ১৯৬২ সালে ভারত চীনের কাছে বিপর্যস্ত হয়েছিল।  বিশ্বের যে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে ভারত, পাকিস্তান ও চীন প্রতিবেশী রাষ্ট্র এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা শক্তিশালী না করলে বিপন্ন হতো দেশের সুরক্ষা। কিছুদিন আগেই চীন ভারত আক্রমণ করেছিল। ভারতের কয়েকজন সৈনিক শহীদ হয়। ভারতও পাল্টা দেয় তাই চিন আর অগ্রসর হওয়ার সাহস পায়নি।  রাফেল পাকিস্তান-চীন উভয়ের কাছেই শিরঃপীড়ার যথেষ্ট কারণ হয়ে দাঁড়াবে। কিছু প্রতিক্রিয়াশীল মানুষ মন্তব্য করবেন যুদ্ধ নয় শান্তি চাই। দেশে চরম দারিদ্র্য তাহলে এত টাকার অস্ত্র কেনার কী দরকার ছিল। এক্ষেত্রে যেটা বলার দরকার খাদ্য, বস্ত্র, শিক্ষা, কর্মসংস্থান এর সাথে দেশের সামরিক ব্যবস্থা, সুরক্ষা গুলিয়ে ফেললে বা ইচ্ছাকৃত নেতিবাচক মন্তব্য করলে হবেনা। প্রতিটি বিষয়ের জন্য পৃথক বরাদ্দ থাকে। খাদ্য সংকটের জন্য, দারিদ্র্যের জন্য দুর্নীতি দূর করতে হবে, রেশনিং ব্যবস্থায় ঘুঘুর বাসা সরাতে হবে। নিয়মিত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কিন্তু দেশের সুরক্ষা ঠিক না থাকলে বাকি সমস্ত কিছুই ভেঙে পড়বে তাই কারো উপর আগাম প্রয়োগ নয় নিজের সুরক্ষার জন্য রাফেল ঠিক যেভাবে পরমাণু নীতি নেওয়া হয়েছিল ।

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

বড়মা থেকে করোনা মুক্ত হয়ে ছাড়া পেল চল্লিশ জন ।

 ভারত নিউজ, পূর্ব মেদিনীপুর- পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতাল থেকে আজ ছাড়া পেল চল্লিশ  জন। এর আগে ২৬  শে জুলাই আঠেরো জনকে ছাড়া হয়েছিল যার মধ্যে ছিলেন পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান। বড়মা হাসপাতাল থেকে এ পর্যন্ত প্রায় দেড়শো জনেরও বেশি মানুষকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। প্রথমে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ অবিভক্ত মেদিনীপুরের করোনা চিকিৎসার জন্য বড়মা হাসপাতালকে বেছে নেওয়া হয়। পরবর্তীকালে আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পশ্চিম মেদিনীপুরে হাসপাতাল তৈরি করা হয় এবং সদ্য কাঁথিতে চিকিৎসার জন্য একটি নার্সিংহোমকে সরকার করোনা হাসপাতালে পরিণত করেছে। এগরার  বিধায়ক সমরেশ দাস এই বড়মা হাসপাতালে ভর্তি রয়েছেন। আশার কথা সারা ভারত জুড়ে আক্রান্তর সংখ্যা যেমন বাড়ছে সুস্থ হওয়ার শতাংশও বাড়ছে। আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে তুলনা করতে গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।  এক্ষেত্রে অন্য দেশের জনসংখ্যা, আয়তন এবং আক্রান্ত হওয়া ও মৃত্যুর সঙ্গে ভারতের আয়তন, জনসংখ্যা, আক্রান্তের সংখ্যা, সুস্থ হয়ে ওঠা, মৃত্যুর সংখ্যা প্রভৃতি সামগ্রিকভাবে তুলনা করতে হবে সেইসঙ্গে ভারতে এখন সার্বিকভাবে লকডাউন চলছেনা। আংশিক, এলাকা ভিত্তিক, রোস্টার মেনে লকডাউন হচ্ছে। তারপরেও সেভাবে গোষ্ঠী সংক্রমণ হয়নি।  বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হলেও হয়ে থাকতে পারে। পঞ্চাশ শতাংশ মানুষ সচেতন যারা নিজে থেকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অহেতুক রাস্তায় ঘোরাঘুরি থেকে নিজেদের বিরত রাখে।  পঞ্চাশ শতাংশ মানুষ সচেতন নয় তাদের মধ্যে তোয়াক্কা না করার মনোভাব বা গুরুত্ব উপলব্ধি করতে না পারা কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করে তাদের পুলিশ প্রশাসন ও আইনের ধারা দিয়ে ঠিক পথে চালিত করতে হবে। এভাবে ভ্যাকসিন যতদিন না বাজারে আসছে করোনাকে প্রতিরোধ করা যেতে পারে। তাছাড়া ভ্যাকসিন এলেও সঙ্গে সঙ্গে সারাদেশে সকলকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয় এখন একটা বড় বিতর্ক হয়ে দাঁড়িয়েছে পুলিশ দিয়ে লকডাউন মানাতে হবে নাকি মানুষকে সচেতন হতে হবে। আসলে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে সমাজে তাই দুটোকেই সমান্তরালভাবে প্রয়োগ করতে হবে। পুলিশ প্রশাসন রয়েছে মানুষকে আইন মানতে বাধ্য করানোর জন্য। এক্ষেত্রে মানুষ কেন সচেতন নয় সেটা বলে পুলিশ প্রশাসন তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেনা আবার কিছু সচেতন নাগরিক রয়েছে যারা নিজে সচেতন এবং অপরকে সচেতন করে তাই যে মানুষ যেমন পুলিশ প্রশাসনকে তার দায়িত্ব সেভাবে পালন করতে হবে। মহামারী সারা বিশ্বে এই প্রথম হয়েছে তা নয় এর আগেও হয়েছে অনেকবার তখন কোনো উন্নত চিকিৎসা ছিলনা তাসত্ত্বেও বিশ্ব শ্মশান হয়ে যায়নি এখন চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত হয়েছে তাই মহামারীতে শ্মশান হয়ে যাবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। তবে, আগে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের প্রয়োজনীয়তা  ছিল কম আর তখন সমাজ ব্যবস্থাও এরকমই ছিল। এখন মানুষ দূরদূরান্তে ছড়িয়ে থাকে তাই সংক্রমন দ্রুত ছড়িয়ে যায় তেমন এখন চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সুযোগটাও অনেক বেশি ।

সোমবার, ২৭ জুলাই, ২০২০

খেজুরির তেখালিতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়লো বেকারির গাড়ি ।

ভারত নিউজ,  পূর্ব মেদিনীপুর- খেজুরির তেখালিতে রাস্তার ধারে নয়ানজুলিতে  পড়লো বেকারির গাড়ি। দ্রুতগামী গাড়িটির সামনে একটি বাচ্চা ছেলে চলে আসায় গাড়িটি দ্রুত ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে গিয়ে পড়ে। গাড়ীর চালক সামান্য জখম হয়েছে। পরে স্থানীয় লোকের সহযোগিতায় চালককে গাড়ি থেকে উদ্ধার করা হয় । ঘটনাটি নন্দীগ্রাম, খেজুরির সংযোগস্থলে বা সীমান্তে অবস্থিত তেখালি ব্রিজের কাছে হয়েছে । 

রবিবার, ২৬ জুলাই, ২০২০

বড়মা হাসপাতাল থেকে ছাড়া পেলেন পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যানসহ আঠেরোজন ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর- আজ পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতাল থেকে ছাড়া পেলেন পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান। সেইসঙ্গে বড়মা হাসপাতাল থেকে আজ আঠেরো জন সুস্থ হয়ে ছাড়া পেলেন। কয়েকদিন আগে পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান উপসর্গ নিয়ে বড়মাতে ভর্তি হয়েছিলেন। উল্লেখ্য, সরকার বারবার দাবি করেছে ভারতে করোনা সংক্রমণের হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম।সরকারের এই দাবি খুব একটা গুরুত্ব পায়নি। এখানে বিশ্বের অন্যান্য দেশের জনসংখ্যার সঙ্গে ভারতের জনসংখ্যা ও আয়তন তুলনা করতে হবে। সেইসঙ্গে ভারতে আক্রান্ত ও সুস্থতার হারটাকেও খতিয়ে দেখতে হবে। সেইসঙ্গে ভারতে বিপুল জনঘনত্বের কারণে পুরোপুরি নিয়ম মেনে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হচ্ছেনা এবং মানুষের রুজিরুটি ও যোগান অব্যাহত রাখার জন্য লকডাউন আংশিক কখনও শিথিল কখনও পূর্ণ কখনও রোস্টার মেনে এভাবে করতে হচ্ছে। তারপরেও যে সংক্রমণটা হচ্ছে সেটা হয়তো একটা পাড়ায় একজন বা দুজন বা কোথাও শূন্য। 

শনিবার, ২৫ জুলাই, ২০২০

তৃণমূলের নতুন কমিটিতে কি কি তাৎপর্য রয়েছে।

   ভারত নিউজ - তৃণমূলের নতুন কমিটি।  এখানে চমক রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও ছত্রধর মাহাতো । দুজনেই বিতর্কিত তবে ছত্রধর মাহাতোকে তৃণমূল এই মুহূর্তে পিছিয়ে থাকা জঙ্গলমহলে তুরুপের তাস হিসেবে খেলতে চাইছে অপরদিকে ঋতব্রত বন্দোপাধ্যায় বিতর্কিত হলেও সুবক্তা, ভালো সংগঠক তাই বিধানসভা ভোটের আগে তাকে কাজে লাগাতে চাইছে। এছাড়া যুব ও কোর কমিটিতে রয়েছে অভিনেতা সোহম। এখনও বাংলার গ্রামের মহিলাদের কাছে বাংলা সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা আকর্ষণীয় তাই সোহমকে দলের পুরো ভাগে রাখা হয়েছে। অপরদিকে নদীয়াতে দলের মুখ করা হয়েছে মহুয়া মৈত্রকে কারণ নদীয়াতে বিজেপি খুব শক্তিশালী তাই সেখানে মহুয়া মৈত্র তরুণ মুখ, স্পষ্টভাষী পরিচিতি রয়েছে। তবে শুভেন্দু অধিকারী না অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বেশি গুরুত্ব পেল সেটা স্পষ্ট নয় তবে যাই হোক ভোট বৈতরণী উতরাতে গেলে তৃণমূলের নির্ভরযোগ্য ব্যক্তি শুভেন্দু অধিকারী। যেমন যতই বিতর্কিত হোক বীরভূমে বৈতরণী পার হতে গেলে দরকার অনুব্রত মণ্ডলকে তবে ছত্রধর মাহাতো কি পারবে পিছিয়ে থাকা জঙ্গলমহলের মাটি উদ্ধার করতে। এক্ষেত্রে যেটা বলার ছত্রধর মাহাতো একদা জঙ্গলমহলের অবিসংবাদী নেতা ছিলেন ভয় হোক আর ভক্তিতেই হোক ওখানকার জল পড়া, পাতা পড়া সবই তার অঙ্গুলিহেলনে হত কিন্তু ছত্রধর মাহাতো কোন একক নেতা ছিলেননা তিনি ছিলেন জনগণের কমিটির নেতা। একজন নেতা তখনই বলিয়ান হয়ে ওঠেন যখন তার পেছনে পুরো সংগঠন থাকে। জনগণের কমিটি এখন আর নেই সেক্ষেত্রে তার পেছনে রয়েছে তৃণমূলের সংগঠনের সমর্থন। তার যেটা প্লাস পয়েন্ট জঙ্গলমহলের প্রতিটি উপজাতি পাড়া চেনেন ও জানেন হাতের তালুর মতো তবে সেটাই সাফল্যের পেছনে মূল চাবিকাঠি নয়। তাছাড়া, ছত্রধর মাহাতো যে এলাকার নেতা ছিলেন তার মধ্যে শুধু ঝাড়গ্রাম লোকসভা এলাকা পড়বে অপরদিকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিধানসভা আসনগুলিতে ছত্রধর মাহাতোর প্রভাব সেরকম ছিলনা তাই আদতে যেটা দাঁড়াচ্ছে জঙ্গলমহল পুনরুদ্ধার করতে গেলে শুভেন্দু অধিকারীকে ব্যাট ধরতে হবে কারণ সদ্য রাজ্য কমিটিতে স্থান পাওয়া ছত্রধর মাহাতোকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার নেতা-কর্মী ও জনগণ কতটা মেনে নেবে সেটা নিয়ে প্রশ্ন আছে। আবার নদীয়াতে তৃণমূলের ঝকঝকে, তাজা, যুক্তিবাদী, স্পষ্টবাদী, তরুণ মুখ মহুয়া মৈত্র, তার কাটছাঁট কথা দলের সব নেতার পছন্দ নাও হতে পারে তবে নদীয়া এবং আরো অনেক জেলার মানুষের মধ্যে তার একটা নেতৃত্ব ও ইমেজ ইতিমধ্যে গড়ে উঠেছে। অপরদিকে সোহম তারকা ও সেলিব্রিটি হিসেবে তাকে তুলে ধরা হয়েছে যদিও দলের সাংগঠনিক কাজে কতটা সময় দেবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে যে কোন সমাবেশে দর্শক টানতে তারকারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটা বারবার স্পষ্ট হয়েছে তবে শেষ পর্যন্ত এই সমস্ত নেতার নেতৃত্ব তখনই সফল হবে জনগণের বিশেষত পঞ্চাশ শতাংশ ভোটার ভোট দেওয়ার সময় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা প্রভৃতি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সেইসঙ্গে নিচুতলার কর্মীদের আন্তরিকতা অনেকটাই বড় ভূমিকা নেয় কারণ বাংলায় যে একটা গেরুয়া ঝড় বড় অংশের মানুষের মধ্যে বইছে সে বিষয়ে সন্দেহ নেই । আর ঋতব্রত বিতর্কিত নেতা তার বিরুদ্ধে একটি মামলাও চলছে। ভারতবর্ষে নেতাদের বিরুদ্ধে দুর্নীতি বা ফৌজদারি কেস চলে সেটা জনগণের মধ্যে খুব একটা প্রভাব পড়েনা তবে ঋতব্রত যে কেসটাতে জড়িয়েছেন ভারতবর্ষের সমাজে সেটা এখনও পর্যন্ত ভালো চোখে দেখা হয় না। তাকে দলে নেওয়া হয়েছে কারণ একটি প্রতিষ্ঠিত দলের প্রতিষ্ঠিতা নেতা ছিলেন। ভারতবর্ষে আইপিএলের মতো একবার কোনও দলে প্রতিষ্ঠিত  হয়ে গেলে দল পরিবর্তন করলেও স্থান পাওয়া যায় যেমন পেয়েছেন শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায়, সব্যসাচী দত্ত।  ঋতব্রত ভালো বক্তা ও দক্ষ সংগঠক সেই সঙ্গে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তাই দল তাকে কাজে লাগাতে চাইছে তবে তৃণমূল একসময় তার শাস্তি চেয়ে ফেস্টুন হাতে রাস্তায় নেমেছিল বিজেপির আইটি সেল সেই পুরনো ছবি, পুরনো মিছিল যেটা বালুরঘাটে হয়েছিল অতি নৈপুণ্য ও দক্ষতার সঙ্গে সামাজিক মাধ্যমে মানুষের মধ্যে প্রচার করেছে এবং মানুষ কিছুটা হলেও সেটা খেয়েছে। সেক্ষেত্রে ঋতব্রতর  ভাবমূর্তি পুনরুদ্ধার করাটা অনেক কঠিন কাজ। তাছাড়া, তৃণমূলের যুব সংগঠনের কর্মীরা শুভেন্দুকে এক ও অবিসংবাদী নেতা বলে গণ্য করে।

শনিবার, ১৮ জুলাই, ২০২০

প্রয়াত পাঁশকুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।

ভারত নিউজ (জেলার পাতা) , পূর্ব মেদিনীপুর - প্রয়াত হলেন পাঁশকুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরি বিবি। গতকাল  তাঁর মৃত্যু হয়। ২০১৭ সালের পৌরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমী দাসকে তিনি পরাজিত করেন। ওই নির্বাচনে আট নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত করা হয়। 
  তাঁর মৃত্যুর ফলে পাঁশকুড়া পুরসভায় দুটি আসন খালি হয়ে গেল। তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবকুমার ভট্টাচার্য অনেকদিন আগে প্রায়  এক বছর  আগে মারা গিয়েছেন। পনেরো নম্বর ওয়ার্ড আইনি সমস্যার কারণে কাউন্সিলরহীন অবস্থায় । 


হবু শিক্ষকদের পর বর্তমান শিক্ষকরাও ডিজিটাল ক্যাম্পেনিং এ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলো ।

ভারত নিউজ - হবু শিক্ষকরা অর্থাৎ আপার প্রাইমারিতে উত্তীর্ণ যে সমস্ত শিক্ষকরা মামলার জটে এখনও নিয়োগপত্র পায়নি তারা বাড়িতে বসেই  পোস্টার হাতে ছবি তুলে অনলাইনে পোস্ট করেছিল। অপরদিকে বর্তমান শিক্ষকরা অর্থাৎ রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলির গ্র্যাজুয়েট শিক্ষকদের সংগঠন বিজিটিএ বা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বাড়িতে বসেই এসএমএস ও ইমেলের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পেনিং করল তবে এই ডিজিটাল ক্যাম্পেনিং অনেকটা প্রতিবাদস্বরূপ বা অধিকার বা দাবিদাওয়া আদায়ের উদ্দেশ্যে করা হয়েছিল। রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতনে পাহাড়প্রমাণ বৈষম্য রয়েছে অথচ এই ফারাক হওয়ার কথা মাত্র সাতাশশো টাকা সেটা কয়েক হাজারে গিয়ে দাঁড়িয়েছে।  এটা নিয়ে সভা-সমাবেশ করা ছাড়াও আদালত পর্যন্ত গড়ায়।

আদালত শিক্ষক সংগঠনের দায়ের করা মামলার পক্ষেই রায় দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি থাকা সত্বেও পে কমিশনে সেটাকে মান্যতা দেওয়া হয়নি এই কারণে তারা পুনরায় আদালত অবমাননার মামলা করে যেহেতু হাইকোর্টের রায় শিক্ষকদের পক্ষেই ছিল। অবমাননার মামলা চলাকালীন লকডাউন ঘোষণা হয়। দীর্ঘ লকডাউনের মাঝে তারা সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রীকে তাদের আবেদন এসএমএস বা ইমেল করে জানানো হবে। সেই মতো কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা ডিজিটাল মাধ্যমে তাদের আবেদন মুখ্যমন্ত্রীকে প্রেরণ করে । উল্লেখ্য, রাজ্যের সরকার পোষিত স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা  বিজিটিএ নামক একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তোলে, তাদের বিভিন্ন অধিকার ও দীর্ঘ  বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। খুব অল্প সময়ের মধ্যে সংগঠনটি শিক্ষক মহলে ও সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকের সংখ্যা লক্ষাধিক । গ্র্যাজুয়েট শিক্ষকদের দীর্ঘদিনের একটি অভিযোগ মাধ্যমিক স্তরের হয়েও উচ্চমাধ্যমিকের ক্লাস নিতে হয় এবং নিয়মবহির্ভূতভাবে মাস্টার ডিগ্রি শিক্ষকদের সঙ্গে গ্র্যাজুয়েট শিক্ষকদের একটা অস্বাভাবিক বেতনের ফারাক রাখাা হয়েছে । 

করোনাজনিত অসুস্থতা নিয়ে ভর্তি হওয়া এক ব্যাক্তির মৃত্যু অকস্মাৎ হার্ট অ্যাটাকে ৷

ভারত নিউজ (জেলার পাতা),  পূর্ব মেদিনীপুর - কোলাঘাট ব্লকের ধুলিয়াড়ার দেহাটি ধুলিয়াড়া গ্রামের এক ব্যক্তি করোনাজনিত অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অকস্মাত হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় । জুলাই মাসের এগারো তারিখ তিনি ভর্তি হয়েছিলেন এবং সতেরো তারিখ পর্যন্ত ভর্তি ছিলেন। সতেরো তারিখ অকস্মাত হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় । মৃত্যুর কারণ স্বাভাবিক বলে তাঁর ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে । ওই ব্যক্তির বয়স হয়েছিল ৫৪ বৎসর । 

শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ফালাকাটা ব্লকে মহিলাদের উদ্যোগে পালিত হল বৃক্ষ রোপণের কর্মসূচি।

ভারত নিউজ (জেলার পাতা), উত্তরবঙ্গ - ফালাকাটা ব্লকে মহিলাদের উদ্যোগে পালিত হল বৃক্ষ রোপণের কর্মসূচি সামিয়ানা  ।ফালাকাটা সুভাষ গার্লস হাইস্কুলে মহিলাদের দ্বারা ১০ টি চারা গাছ লাগিয়ে শুভ সূচনা করা হয়েছে সামিয়ানা' র।  এরপর, অঞ্চল ভিত্তিক এই কর্মসূচী পালন করার জন্য চারাগাছ তুলে দেওয়া হয়।

উচ্চমাধ্যমিকে পূর্ব মেদিনীপুরে ভালো ফল কাঁথির স্কুলগুলিতে ।

ভারত নিউজ ( জেলার পাতা),  পূর্ব মেদিনীপুর - আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের - ২০১৯ সালের ফল। পাসের হারে কলকাতার পরেই স্থান করেছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কাঁথির স্কুলগুলি ভালো ফল করেছে। উল্লেখ্য, কাঁথিতে বেশ কয়েকটি নামকরা স্কুল রয়েছে, যেমন- কন্টাই মডেল স্কুল, কিশোর নগর, হিন্দু গার্লস প্রভৃতি। পূর্ব মেদিনীপুরে প্রথম হয়েছে সায়নি মহাপাত্র, পটাশপুরের কাজলাগড় স্কুলের ছাত্রী, প্রাপ্ত নম্বর - ৪৯৭, পূর্ব মেদিনীপুরে দ্বিতীয় স্থান লাভ করেছে কন্টাই মডেল ইনস্টিটিউশনের দেবাঞ্জন জানা,  তার প্রাপ্ত নম্বর ৪৯৬। এছাড়া, কন্টাই হিন্দু গার্লস থেকে সুচরিতা চরন পেয়েছে ৪৯৫ নম্বর, কন্টাই মডেল ইনস্টিটিউশন থেকে উদয় শংকর রথ পেয়েছে ৪৯৫ নম্বর। এছাড়া, কিশোরনগর স্কুলের সায়ন কুমার মাইতি পেয়েছে ৪৯৫ নম্বর। কাঁথি লাগোয়া বাজকুল, হেঁড়িয়া, মংলামাড়ো স্কুলের ছাত্রছাত্রীরাও ভালো স্থান লাভ করেছে । 
 তবে, এবছর উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের পরীক্ষা হয়নি।  বিশেষত,  বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়নি তাই এবারে সরকারিভাবে মেধা তালিকা প্রকাশিত হয়নি ।  প্রথমের দিকে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাকি পরীক্ষাগুলির নম্বর দেওয়া হয়েছে তাই যারা ভালো নম্বর পেয়েছে তাদের সাফল্যের মধ্যেও সামান্য একটুখানি দুধে চোনা পড়ে থাকার মতো । 

রামনগরে আক্রান্ত বিজেপি কর্মীরা ।

ভারত নিউজ (জেলার পাতা),  পূর্ব মেদিনীপুর- আজ রামনগরে আক্রান্ত হল বিজেপি। রামনগরের অর্ন্তগত বাদলপুর অঞ্চলের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে বিজেপির জনজাগরণ মঞ্চের কর্মসূচিতে হামলা চালানো হয়। হামলায় তিনজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছে। পাথর, রড প্রভৃতি দিয়ে আক্রমণ চালানো হয়৷ আক্রান্তদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । 


বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

নিষেধাজ্ঞা উঠে গেলেও খুলছেনা জকপুরের মনসা মন্দির ।

ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীনের অর্ন্তগত জকপুরের মনসা মন্দির খুবই প্রসিদ্ধ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল জুড়ে এই মন্দিরের প্রসার রয়েছে। আপাতত মন্দির খোলার উপরে সরকারি নিষেধাজ্ঞা নেই কিন্তু জনস্বার্থে মন্দির কর্তৃপক্ষ আপাতত মন্দির জনসাধারণের জন্য বন্ধ রাখছে তার কারণ শনি ও মঙ্গলবার বিপুল লোকের সমাগম হয় ফলে সামাজিক দূরত্ব ব্যাহত হতে পারে।  তাছাড়া, একটা বড় অংশের মানুষ খড়গপুর লোকাল ট্রেনে এসে থাকে।  লোকাল ট্রেন এই মুহূর্তে বন্ধ ফলে মানুষের আসতেও সমস্যা হবে। তাছাড়া, এখানে ভক্তরা পুরোহিতের মাধ্যমে নয় নিজেরাই পুজো করে তাতে গা ঘেঁসাঘেসি করে দাঁড়াতে হতে পারে এবং যে বেদীর সামনে দাঁড়িয়ে পুজো করে সেই বেদীতে সকলেই হাত লাগাবে ফলে সংক্রমনের একটা সম্ভাবনা থেকে যায় যদিও এই মন্দিরের উপরে এলাকার বহু মানুষের জীবিকা ও অর্থনীতি নির্ভর করে। মন্দির সংলগ্ন বহু মানুষের দোকান রয়েছে, খাদ্যের স্টল রয়েছে তাছাড়া টোটো, ভ্যান চালক তো রয়েইছে কিন্তু এই মুহূর্তে তার থেকেও বড় মানুষের নিরাপত্তা তাই কোন রকম ঝুঁকি না নিয়ে মন্দির কর্তৃপক্ষ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মূলতঃ,  মন্দির সংলগ্ন মইশা ও গোটগেড়িয়া গ্রামের বাসিন্দারা এই মন্দিরের দেখাশোনা করে থাকেন । 

খেজুরিতে রাস্তার বেহাল অবস্থা , মানুষের চরম দুর্দশা ৷

ভারত নিউজ (জেলার পাতা),  পূর্ব মেদিনীপুর - খেজুরি - ১ নম্বর ব্লকের অন্তর্গত টিকাশি গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তার অবস্থা বেহাল। বর্ষাকালে মানুষকে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। উল্লেখ্য, খেজুরির বেশ কিছু গ্রামীণ রাস্তা এখনো খারাপ হয়ে আছে। নন্দীগ্রাম বা খেজুরি দুটোই এক সময় বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়েছিল। তবে, সাম্প্রতিককালে নন্দীগ্রামের রাস্তাঘাট অনেকটাই উন্নত হয়েছে। খেজুরির কিছু রাস্তাঘাট আগের চেয়ে উন্নত হয়েছে তবে বহু রাস্তা এখনও বেশ খারাপ হয়ে আছে।  ঢালাই বা মোরাম তো নয়ই মাটির রাস্তা হইয়াছে । 

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

আমফানের পর পূর্ব মেদিনীপুরে নতুন ঝড়, মাধ্যমিকে পাশের হারে ও মেধাতালিকায় ঝড় ৷


ভারত নিউজ(জেলার পাতা) - পূর্ব মেদিনীপুর জেলায় ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। মাস কয়েক আগে আমফান ঘূর্ণিঝড় জেলাকে লন্ডভন্ড করে দিয়েছে। জেলাজুড়ে চরম দুর্দিনের মধ্যেই  এলো একটা সুখবর, মাধ্যমিকে পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। যদিও ট্রাডিশন বজায় রেখেই আবার প্রথম মাধ্যমিকে পাসের হারে। পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার ৯৬.৫৯ শতাংশ তবে, উল্লেখযোগ্য রাজ্যে তৃতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরের এগরার দেবস্মিতা মহাপাত্র, প্রাপ্ত নম্বর ৬৯০।  এছাড়া, রাজ্যে সপ্তম স্থান দখল করেছে 

কোলাঘাটের কেটিপিপি হাইস্কুল ও ব্যর্বতারহাট হাইস্কুল, আবার অষ্টম স্থান দখল করেছে কেটিপিপি হাইস্কুল।  শিক্ষার হারে বরাবরই এগিয়ে পূর্ব মেদিনীপুর। এছাড়া, একদা আমাদেরই অঙ্গ পশ্চিম মেদিনীপুর পাশের হারে দ্বিতীয়। কৃষি প্রধান জেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর দুটোই। প্রমাণিত হলো কৃষক শুধু ফসল ফলায়না মেধাবী ছেলেমেয়েকেও জন্ম দেয় তবে আগামী দিনে এই সমস্ত ছেলেমেয়েদের কর্মসংস্থানের একটা ব্যাপার আসবে তাই জেলায় শিল্প স্থাপন করতে হবে যাতে তাদের কাজের জন্য বাইরে না যেতে হয় । এগরার ভবানীচক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র রাজ্য তৃতীয়় হয়েছে। এগরা পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার জন্য নামডাক করেছে ওখানে অনেক ভালো ভালো স্কুলও রয়েছে । দেবস্মিতা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। দেবস্মিতা বাবা ও মা দুজনেই হাইস্কুলের ভূগোলের শিক্ষক । 

 সপরিবার দেবস্মিতা । পুরনো চিত্র । 

গতকাল ও আজ দুদিনে চন্দননগরবাসী হারিয়েছে তাদের দুই কৃতি কন্যাকে ।

ভারত নিউজ - চন্দননগরে করোনায় মৃত্যু হল একজন সরকারি প্রাথমিক শিক্ষিকার। বয়স ৩৪ বছর। গতকাল পশ্চিমবঙ্গবাসী একজন মহিলা আধিকারিককে হারিয়েছেন যিনি চন্দননগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। পরিযায়ীদের ডানকুনি থেকে নিরাপদে বাড়ি ফিরতে গিয়ে তাঁর আর বাড়ি ফেরা হলনা। তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। ২৮ বছর বয়সে ডব্লিউবিইএস পাস করে সরকারি চাকরিতে আধিকারিক হিসেবে যোগ দিয়েছিলেন। সরকারী পদে থেকে বাংলার দুই কন্যার জনগণকে দেওয়ার অনেক বাকি ছিল। গতকাল ও আজ দুদিনে চন্দননগরবাসী হারিয়েছে তাদের দুই কৃতি কন্যাকে ।  ফুল ফুটে ওঠার আগেই ঝরে যাওয়া ।      

সোমবার, ১৩ জুলাই, ২০২০

পূর্ব মেদিনীপুরে বাড়লো কনটেইনমেন্ট জোনের সংখ্যা, বড়মাতে করা হল স্যানিটাইজেশান ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পূর্ব মেদিনীপুরে আরো বাড়লো কনটেইনমেন্ট জোনের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দ্বারা আগের বিজ্ঞপ্তিতে ছিল বারোটি কনটেইনমেন্ট জোন এখন সেটা বের হয়েছে আঠারোটি  কনটেইনমেন্ট জোন। নতুন করে যুক্ত হয়েছে খেজুরি ১ ও ২ ব্লকের কিছু এলাকা,  নন্দকুমার ব্লকের কিছু এলাকা, এগরা পৌরসভার,  পটাশপুর দু'নম্বর ব্লকের কিছু অংশ ও পাঁশকুড়া ব্লকের কিছু অংশ। মূলত কয়েকটি পাড়া বা গ্রাম যুক্ত হয়েছে।  আবার যে বারোটি এলাকা আগে থেকেই কনটেইনমেন্ট ঘোষিত ছিল সেখানেও কিছু এলাকা বৃদ্ধি পেয়েছে যেমন পাঁশকুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একটি পার্ট যুক্ত হয়েছে অপরদিকে পাঁশকুড়া বড়মা 
মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে আজ দমকল দপ্তরের পক্ষ থেকে  স্যানিটাইজড  করা হয়। বড়মা হাসপাতালে ক্রমাগত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় ও পাঁশকুড়ায় আক্রান্তর সংখ্যা বাড়তে থাকায় বড়মা হাসপাতাল এবং তার আশেপাশে দমকল দপ্তরের ইঞ্জিন স্যানিটাইজড  করে । 




পাঁশকুড়া সাহিত্য সংস্কৃতি মঞ্চের উদ্যোগে শহরে আজ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচী ।

 ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া শহরে আজ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পাঁশকুড়া সাহিত্য সংস্কৃতি মঞ্চ এর আয়োজন করে। পাঁশকুড়া শহরকে চাঁপা,বকুল,শিউলি ফুলের সুবাসে মাতোয়ারা এবং রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে নার্সারী স্কুলের কচিকাঁচারা সবুজের ছোঁয়া ও ফুলের সুবাস নিতে নিতে বিদ্যালয়ে যাবে এই উদ্দেশ্যে এদিনের কর্মসূচি আয়োজিত হয়। উল্লেখ্য, পাঁশকুড়ার মধুসূদনবাড়ের বাসিন্দা ও দাসপুরের পাঁচবেড়িয়া স্কুলের শিক্ষক মহাদেব মান্না কয়েকদিন আগে নিজের কন্যার অন্নপ্রাশন বর্তমান পরিস্থিতির কারণে করতে না পারায় তিনি কন্যা প্রকৃতির উদ্দেশ্যে পাঁচশো বৃক্ষরোপনের অঙ্গীকার করেছিলেন। তারই অঙ্গ হিসেবে শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষের চারা রোপণের নিরবচ্ছিন্ন কর্মসূচি তিনি নিয়ে চলেছেন। আজকের কর্মসূচিতে অতিথি হিসেবে ছিলেন কৃষিবিজ্ঞানী ড:কাঞ্চন ভৌমিক, সাহিত্যিক সুকেশ কুমার মন্ডল,প্রাক্তন কাউন্সিলার কল্যান রায়,অধ্যাপক গোবিন্দ প্রসাদ কর, সহকারী প্রধান শিক্ষক দেবদুলাল ঘোড়ই প্রমূখ । 

রবিবার, ১২ জুলাই, ২০২০

পূর্ব মেদিনীপুরে আমফান ও করোনা বিধ্বস্ত এলাকায় গ্রামবাসীদের সহায়তায় শিক্ষক সংগঠন বিজিটিএ ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - আমফান ও করোনা বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরে গ্রামবাসীদের পাশে দাঁড়ালো শিক্ষক সংগঠন বিজিটিএ। পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার ভগবানপুরের একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করে বিজিটিএ। এছাড়া বৃক্ষের চারা, ডেটল সাবান, ডিটারজেন্ট পাওডার দেওয়া হয় । উল্লেখ্য, ঘূর্ণিঝড়ে পূর্ব মেদিনীপুরে বিপুলসংখ্যক বৃক্ষ নষ্ট হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য জেলা জুড়ে বিভিন্ন মহলে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া, করোনা মহামারী থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য ও মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডেটল সাবান ও ডিটারজেন্ট পাওডার দেওয়া হয় যা অনেকটাই অভিনব। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর বিজিটিএ'র অন্যতম নেত্রী শিক্ষিকা শাশ্বতী মাইতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যা ও বিজিটিএ'র অন্যান্য নেতৃবৃন্দ । সমগ্র কর্মসূচিতে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয় ।  এছাড়া, অন্যান্য জেলাতেও বিজিটিএ ত্রাণসামগ্রী বিলি করছে । 

শনিবার, ১১ জুলাই, ২০২০

ব্যারিকেড করা হল পাঁশকুড়া স্টেশন বাজারের রাস্তা , চলছে কড়া লকডাউন ৷

ভারত নিউজ (জেলার পাতা),  পাঁশকুড়া, ১০ ই জুলাই  - পূর্ব মেদিনীপুরের তমলুক, হলদিয়া, পাঁশকুড়া, কোলাঘাটসহ কয়েকটি জায়গাতে আংশিক কনটেইনমেন্ট করা হয়েছে। কনটেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন করা হয়েছে। ওই এলাকার সরকারি-বেসরকারি অফিস সহ অত্যাবশ্যক ব্যতীত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা হয়েছে। পাঁশকুড়া স্টেশন বাজারের ভেতরের রাস্তা ব্যারিকেড করা হয়েছে। বাহারগ্রামের শুরু থেকে প্রতাপপুরের মোড় পর্যন্ত রাস্তা তিন জায়গায় ব্যারিকেড করা হয়েছে। উল্লেখ্য, পাঁশকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে দুজন, নয় নম্বর ওয়ার্ডে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন এবং দশ নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড ও নয় নম্বর ওয়ার্ড লাগোয়া এই কারণে এই ওয়ার্ডগুলির মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তা ব্যারিকেড করা হয়েছে। তবে মূল পাঁশকুড়া স্টেশন বাজার বন্ধ থাকায় বহু পাইকারি দোকান এবং গোডাউন  বন্ধ থাকবে। এরফলে খাদ্যসামগ্রী সরবরাহে  কিছুটা সমস্যা হতে পারে। এককথায় সমগ্র পাঁশকুড়া এলাকার এবং পাঁশকুড়ার আশেপাশে কিছু এলাকার হৃদপিণ্ড পাঁশকুড়া স্টেশন বাজার যেটা আপাতত বন্ধ থাকছে । 
তবে ওই এলাকায় বিভিন্ন সংস্থায় কর্মরত ব্যক্তিরা আগেই দাবি তুলেছিলেন এলাকা সিল করার যেহেতু পজিটিভ রোগী ধরা পড়েছে। তারা প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।  উল্লেখ্য, পজিটিভ পাওয়া যাওয়ার পরে  ন'নম্বর ওয়ার্ডে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আট নম্বর ওয়ার্ডে পিএনবি এটিএম রয়েছে যে বিল্ডিংটিতে সেটিও সিল করা হয়েছিল আগেই । রাস্তায় তিনটি ব্যারিকেড থাকায় অহেতুক ভিড়ভাট্টা,  জমায়েত রোধ করা যাবে। উল্লেখ্য,  প্রথম পর্যায়ের লকডাউনের সময় থেকেই পাঁশকুড়ার অনেক মানুষই চেয়েছিল কড়া লকডাউন হোক । 
         আজ ওই এলাকায় পুলিশ, সিভিক টহল দেয় । 

শুক্রবার, ১০ জুলাই, ২০২০

চন্দননগরে আদালত চত্বরে ধর্ষণকারীকে বিক্ষোভ মহিলাদের ৷

ভারত নিউজ, চন্দননগর - সিঙ্গুরে এক মহিলাকে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে এক ব্যক্তি। অভিযোগ পেয়ে  গ্রেফতার করা হয়  ওই ব্যক্তিকে। চন্দননগর আদালতে তোলার সময় অভিযুক্তকে বিক্ষোভ দেখায় মহিলারা। এক মহিলা গাড়ির বাইরে থেকে বিক্ষোভ দেখান । 

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ময়নার উত্তর অংশের একটি গ্রামের শোচনীয় রাস্তার অবস্থার চিত্র।

ভারত নিউজ ( জেলার পাতা ), পূর্ব মেদিনীপুর - ময়নার উত্তর অংশের একটি গ্রামের শোচনীয় রাস্তার অবস্থার চিত্র। এখন যেখানে গ্রামীণ সড়ক যোজনায় গ্রামের ভেতরে পিচ হচ্ছে কিংবা পঞ্চায়েতের উদ্যোগে ঢালাই রাস্তা হচ্ছে সেখানে একটি রাস্তার শোচনীয় অবস্থা। সামান্য মোরামটুকুও নেই। বর্ষায় রাস্তা কর্দমাক্ত হয়ে যায় । কাদা রাস্তার উপরে লম্বা বাঁশ ফেলে সেই বাঁশের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে নাহলে  কাদার ওপরে  তক্তা ফেলে  তার ওপর দিয়ে মানুষ যাচ্ছে।  হয়তো গ্রামের সমস্ত রাস্তা এই মুহূর্তে ঢালাই করা সম্ভব নয় কিন্তু নূন্যতম মোরামটুকু ফেলা দরকার যাতে বর্ষায় মানুষের যাতায়াতে সমস্যা নাহয় । 

বহরমপুরে তৃণমূলের সভা কোল ইন্ডিয়া বেসরকারিকরণের প্রতিবাদে ।

 ভারত নিউজ (জেলার পাতা ), বহরমপুর - মুর্শিদাবাদের  বহরমপুরে কালেক্টরি মোড়ে সভা  করলো তৃণমূল। কোল ইন্ডিয়া বেসরকারিকরণের প্রতিবাদে এই সভা হয়ে।  উল্লেখ্য, তৃণমূল সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে। এবছর মহামারীর কারণে শহীদ দিবস পালন হচ্ছেনা তাই বিকল্প হিসেবে বুথে, ব্লকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। গতকাল তৃণমূল কর্মী ও সমর্থকরা নিজেদের বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল । 

বুধবার, ৮ জুলাই, ২০২০

কি কি বিবেচনা করে পাঁশকুড়া পুরসভার কয়েকটি ওয়ার্ডে আংশিক লকডাউন ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে এবং কনটেইনমেন্ট জোনে কড়াভাবে লকডাউন হবে। পাঁশকুড়া পুরসভার ১,২,৬,৭,৮,৯,১০ নম্বর প্রভৃতি ওয়ার্ডে আংশিক  কনটেইনমেন্ট করা হয়েছে। এক্ষেত্রে যে  দিকগুলি বিবেচনায় এসেছে এক নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছিলেন এই কারণে এক নম্বর ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট হয়েছে আর দু নম্বর ওয়ার্ডে কোনও করোনা পজিটিভ হয়নি কিন্তু তার আশেপাশের  ওয়ার্ডে সংক্রমিত ব্যাক্তি থাকায় কিছুটা অংশে  কনটেইনমেন্ট করা হয়েছে। সাত নম্বর ওয়ার্ডে দিল্লি ফেরত এক ব্যক্তি পজিটিভ হয়েছিলেন সম্ভবত সেই কারণে সাত নম্বর ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট হয়েছে। ছয় নম্বর ওয়ার্ডে কোন পজিটিভ নেই। তবে ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ড পাশাপাশি। তাই ছ নম্বর ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট হয়েছে।  ৮ নম্বর ওয়ার্ডে পিএনবি এটিএম লাগোয়া দুই ব্যক্তি, উল্লেখ্য এই দুই ব্যক্তি দম্পতি যারা করোনা পজিটিভ হয়। এই ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট ঘোষণা করা হয়েছে। এখানে পিএনবি এটিএম রয়েছে যে বিল্ডিংটিতে সেই বিল্ডিং আগেই সিল করা হয়েছিল। ৯ নম্বর ওয়ার্ডে এস বি আই ব্যাংকের একজন আধিকারিক করোনা আক্রান্ত যদিও তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা নন কিন্তু ব্যাংকটি নয় নম্বর ওয়ার্ডে অবস্থিত তাই নয় নম্বর ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট করা হয়েছে। ১০ নম্বর ওয়ার্ডে কোনও পজিটিভ নেই কিন্তু ১০ নম্বর ওয়ার্ড ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড লাগোয়া তাই সেখানে কিছুটা অংশ কনটেইনমেন্ট হয়েছে অর্থাৎ পাঁশকুড়া পৌরসভার যে অংশগুলি কনটেইনমেন্ট হয়েছে সেগুলি মূলত পাঁশকুড়া স্টেশন বাজার লাগোয়া অর্থাৎ ওই এলাকাগুলিতে কনটেইনমেন্ট বা তার বাইরেও নাগরিকদের সতর্ক হতে হবে । 
সাত নম্বর ওয়ার্ডের আক্রান্ত ব্যক্তি বাইরে থেকে আগত ছিলেন। বাকিদের এরকম কোনও ইতিহাস নেই। পাঁশকুড়া পৌরসভার বাইরে পঞ্চায়েত এলাকায়  কেশাপাট, মাইসোরা,  প্রতাপপুর- ২ প্রভৃতি জায়গায় বিক্ষিপ্তভাবে একজন করে ব্যক্তির পজিটিভ পাওয়া গিয়েছিল কিন্তু  লাগোয়া এলাকায়  কারোর সংক্রমণ  পাওয়া যায়নি সেই কারণে গ্রামীণ এলাকায় কনটেইনমেন্ট করা হয়নি । 

পূর্ব মেদিনীপুরে কনটেইনমেন্ট জোন ও বাফার এলাকার তালিকা ঘোষণা করা হলো ।

ভারত নিউজ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - রাজ্যের বিভিন্ন জেলার কনটেইনমেন্ট জোন ও বাফার এলাকার তালিকা ঘোষণা করা হলো। পূর্ব মেদিনীপুরে হলদিয়া পুর এলাকা ও গ্রামীণ এলাকা, তমলুক, শহীদ মাতঙ্গিনী, মহিষাদল প্রভৃতি জায়গাগুলির নির্দিষ্ট এক বা তার বেশি বাড়ি কনটেইনমেন্ট  এলাকার তালিকায় রয়েছে অর্থাৎ যে শহর বা এলাকাগুলির উল্লেখ করা হয়েছে তার পুরো এলাকা বা একটা পুরো ওয়ার্ড বা গ্রাম কনটেইনমেন্ট তা নয় অর্থাৎ আগের কনটেইনমেন্টের থেকে এবারের কনটেইনমেন্ট জোন অনেকটা আলাদা। যেমন আমরা তালিকায় দেখতে পাচ্ছি তমলুক পুরসভার পদুমবসান গ্রামে যেটা সাত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে সেখানে নির্দিষ্ট একজন ব্যক্তির বাড়ি উল্লেখ রয়েছে। সম্ভবত প্রশাসন দেখেছে কোন একটি বাড়ি থেকে এক বা একাধিক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন সেক্ষেত্রে সেই বাড়িটিকে সিল করা হয়েছে এবং কনটেইনমেন্ট করা হয়েছে। নিচে দেওয়া কনটেইনমেন্ট জোন ও বাফার জোনের তালিকা যেটা দেখলেই বোঝা যাবে চিত্রটি -
 তালিকা থেকে আমরা বুঝতে পারছি পূর্ব মেদিনীপুরের কনটেইনমেন্ট জোন বা বাফার জোন পাঁচটি শহর বা এলাকার মধ্যে সীমাবদ্ধ। পূর্ব মেদিনীপুরের কাঁথি, পাঁশকুড়া,  এগরা প্রভৃতি শহরের উল্লেখ নেই। তবে, যে জায়গা গুলির নাম উল্লেখ নেই সেই জায়গার মানুষকেও সতর্ক থাকতেে হবে কারণ করোনা পজিটিভ এই জায়গাগুলোর বাইরেও হয়েছে।  কনটেইনমেন্ট জোন ঘোষণার ক্ষেত্রে যেটা বিবেচ্য হয় সংক্রমিত ব্যক্তির কাছ থেকে সংক্রমণের সম্ভাবনা কতটা। কনটেইনমেন্ট কথার অর্থ হল  গণ্ডিবদ্ধ অর্থাৎ একটা গন্ডি করে দেওয়া যাতে সংক্রমণ বাইরে না ছড়ায়। 
পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দ্বারা তিরিশে জুনের করা নোটিফিকেশনের প্রেক্ষিতে উপরিউক্ত কন্টেইনমেন্ট জোনের তালিকা । 
আজ অর্থাৎ ৮ ই জুলাই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নতুন যে কনটেইনমেন্ট এলাকা  ঘোষণা করল তার তালিকা -

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বদলি হচ্ছেন পূর্ব মেদিনীপুরের এসপি ইন্দিরা মুখোপাধ্যায়, আসছেন সুনীল কুমার যাদব ।

ভারত নিউজ, পূর্ব মেদিনীপুর - পূর্ব মেদিনীপুরের এসপি আইপিএস শ্রীমতি ইন্দিরা মুখোপাধ্যায় বদলি হয়ে যাচ্ছেন। নতুন এস পি হয়ে আসছেন সুনীল কুমার যাদব, আইপিএস। তিনি এস টি এফ অর্থাৎ স্পেশাল টাস্কফোর্সের এসপি ছিলেন অপরদিকে শ্রীমতি ইন্দিরা মুখোপাধ্যায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অর্থাৎ এসটিএফের এসপি হচ্ছেন। 
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর আজ এই বিজ্ঞপ্তি জারি করেছে।  ইন্দিরা মুখোপাধ্যায়ের আগে পূর্ব মেদিনীপুরের এসপি ছিলেন ভি সলমন নেশাকুমার। তাঁকে অন্য জেলায় বদলি করা হয় এবং ইন্দিরা মুখোপাধ্যায় তখন পূর্ব মেদিনীপুরের এসপি হয়ে এসেছিলেন । 
 


সোমবার, ৬ জুলাই, ২০২০

করোনা পজিটিভ, সংক্রমণ এড়াতে সিল করা হলো বিল্ডিং পাঁশকুড়ায় ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে দুই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর একটি বাণিজ্যিক ভবন সিল করা হলো। ওই ভবনে এটিএম, ইন্স্যুরেন্স অফিস, শোরুম, গ্যারেজ, অজস্র দোকান রয়েছে। এই কারণে সংক্রমণ এড়াতে বিল্ডিংটি সিল করা হয়। গতকাল সন্ধ্যা থেকে সিল করা হয় অপরদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি শুক্রবার থেকে সিল করা হয়েছে।  ওই বিল্ডিং এ প্রত্যহ কয়েক হাজার মানুষের আনাগোনা ছিল। এই বিল্ডিং এর উল্টো দিকে নয় নম্বর ওয়ার্ডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক আধিকারিকের করোনা পজিটিভ রিপোর্ট আসায় ওই ব্যাংকটিও আপাতত সিল করা হয়েছে । স্থানীয় অনেকের দাবি ছিল পজিটিভ রিপোর্ট আসার পর বিল্ডিংটি সিল করার। প্রশাসনিক সিদ্ধান্তকে তাঁরা সমর্থন জানিয়েছেন । সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে এসে আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা সেটা রিপোর্ট এলে জানা যাবে । 

পাঁশকুড়ায় যুবকের রহস্যজনক আত্মহত্যা ।

ভারত নিউজ(জেলার পাতা), পূর্ব মেদিনীপুর- পাঁশকুড়ার এক যুবক আত্মহত্যা করল। আত্মহত্যার কারণ রহস্যজনক। আত্মঘাতী যুবকের নাম পীযূষ ঘোষ। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য ছিলেন এবং তাদের দলীয় পত্রিকার পূর্ব মেদিনীপুরের সাংবাদিক ছিলেন। তিনি বিএসএনএল দপ্তরে অস্থায়ী পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও একটি ছোট সন্তান রয়েছে। পাঁশকুড়ার হাউর অঞ্চলে তার বাড়ি। 

আজ থেকে শুরু হলো তৃণমূলের বুথ থেকে ব্লকে সপ্তাহব্যাপী একগুচ্ছ কর্মসূচি ।

ভারত নিউজ (জেলার খবর), মুর্শিদাবাদ - আজ থেকে শুরু হলো তৃণমূলের একগুচ্ছ কর্মসূচি। আগামী কয়েকদিন ধরে চলবে। বুথ থেকে ব্লক বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রেল বেসরকারিকরণ, সমবায়, কর্মীদের নিজের বাড়ির কাছে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা প্রভৃতি একাধিক কর্মসূচি কয়েকদিন ধরে চলবে। উল্লেখ্য, মহামারীর কারণে এবছর একুশে জুলাই শহীদ দিবস পালন হচ্ছেনা, আগামী বছর বিধানসভা নির্বাচন। সম্ভবতঃ, তারই বিকল্প হিসেবে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি রাজ্যের সমস্ত বুথ, অঞ্চল  ও ব্লকে নেওয়া হবে । 

রবিবার, ৫ জুলাই, ২০২০

পাঁশকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি করোনা পজিটিভ ।

ভারত নিউজ(জেলার খবর), পূর্ব মেদিনীপুর – পাঁশকুড়া পুরসভায় একের পর এক আসছে করোনা পজিটিভ রিপোর্ট। গতকাল পাঁশকুড়া স্টেশন বাজার লাগোয়া আট নম্বর ওয়ার্ডের এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিন তারিখ তার রিপোর্ট কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছিল, চার তারিখে পজিটিভ রিপোর্ট আসে তবে তিনি পরিযায়ী ছিলেননা। ওই ব্যক্তির বয়স ছেচল্লিশ বৎসর। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে যাদের বয়স যথাক্রমে বিয়াল্লিশ ও একুশ বছর। ওই দুজনকে তার সংস্পর্শে আসা ব্যক্তি বলে ধরা হয়েছে। তার বাড়ি লাগোয়া এটিএম, জুতোর শোরুম, ইন্সিওরেন্স অফিস,একাধিক দোকান ও অফিস

রয়েছে। ওখানকার একটি সংস্থার কর্মী বলেন আপাতত এই চত্বরটা পুরোপুরি বন্ধ করে দেওয়া ভালো যদিও সেটা প্রশাসনের বিবেচ্য। সম্পূর্ণ খতিয়ে দেখার পর প্রশাসন সিদ্ধান্ত নেবে। ওই ব্যক্তির জ্বর থাকায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরই উল্টোদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মীও করোনা পজিটিভ। তার বয়স সাতচল্লিশ বছর। এই ব্যাংকটি নয় নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এছাড়া, এক নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি পজিটিভ তিনিও পরিযায়ী নন, বয়স ছাব্বিশ বছর। সাত নম্বর ওয়ার্ডের একব্যক্তি করোনা পজিটিভ ( বয়স সাতাশ বছর) । তিনি দিল্লি থেকে ফিরেছিলেন। পাঁশকুড়া পুরসভা এলাকায় সর্বপ্রথম আক্রান্ত হয়েছিলেন ষোল নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধা। অর্থাৎ পাঁশকুড়া পৌরসভায় সংক্রমণের হিসেব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যারা করোনা আক্রান্ত হয়েছেন সবাই পরিযায়ী নন অনেকেই স্থায়ী বাসিন্দা এলাকার। অপরদিকে পাঁশকুড়া গ্রামীণ এলাকায় প্রতাপপুর দুই নম্বর অঞ্চল, মাইশোরা ও কেশাপাট অঞ্চলে একজন করে ব্যক্তির ধরা পড়েছিল।এলাকার সকল মানুষের কাছে আবেদন আতঙ্কিত হবেননা সতর্ক হবেন। একমাত্র সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনাকে প্রতিরোধ করা যায় ।

চিত্র - গুগুল । 

শনিবার, ৪ জুলাই, ২০২০

' সংকল্প ' র উদ্যোগে দুঃস্হ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা ।

ভারত নিউজ ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - 'সংকল্প'  সামাজিক ও সাংস্কৃতিক একটি সংস্থা। এই সংস্থার উদ্যোগে কিছু দুঃস্হ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা করা হয়। পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে আয়োজিত একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রচেষ্টার সূত্রপাত হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সাধন চন্দ্র ঘোষ, শিক্ষারত্ন শিক্ষক ও সাংবাদিক মানস কুমার দাস এবং সংস্থার প্রতিনিধি ইঞ্জিনিয়ার  সুমন জানা ও স্বাধীন মাইতি, শিক্ষক পার্থপ্রতিম পতি, আই আই টির অধ্যাপক ডক্টর গোরাচাঁদ দত্ত , শিক্ষিকা  পুনম সাউ, অধ্যাপক কার্তিক চন্দ্র গাঁঁতাইতসহ অন্যান্যরা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নির্বাচিত করা হয়েছে এই সাহায্যের জন্য। তারা  মাসে পাঁচশো  টাকা করে সাহায্য পাবে। পরবর্তীকালে, সাহায্যের পরিমাণ বাড়তে পারে । সংস্থার সম্পাদক সুমন জানা বলেন লকডাউনে বহু অভিভাবকের উপার্জন বন্ধ তাদের সন্তানদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় তাই আমাদের এই প্রচেষ্টা। পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলসহ অন্য দুটি স্কুলের দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আহ্বান করা হয়েছিল । সংস্থাটিতে ব্রাডলি বার্ট স্কুলের অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী রয়েছেন যারা বর্তমানে ইঞ্জিনিয়ার, শিক্ষিকা, অধ্যাপক প্রতিটি পদে কর্মরত । 
 পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে আয়োজিত ' সংকল্প ' সংস্থার  প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের চিত্র। 

উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের সরঞ্জাম, বড়সড় নাশকতার ছকের আশঙ্কা করছে বীরভূম জেলার পুলিশ ।

ভারত নিউজ - বড়সড় কোন নাশকতার ছকের আন্দাজ করছেন বীরভূম জেলার পুলিশ। কম সময়ের ব্যবধানে বিস্ফোরক তৈরির উপাদান  মিলল জেলা থেকে। রামপুরহাট থানার নারায়ণপুর অঞ্চল থেকে একটি ট্রাক্টর এবং বাইক উদ্ধার করেছে পুলিশ।ওই ট্রাক্টরটি থেকে প্রায় পঁচিশ  বস্তা নাইট্রোজেন, অ্যামোনিয়াম নাইট্রেট এবং বেশ কিছু জিলেটিন স্টিক উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওঁৎ পেতে ছিল। নয়নপুর গ্রামে যখন ট্রাক্টরটি আসে সঙ্গে সঙ্গে সেটি চিহ্নিত করে আটক করার ব্যবস্থা করে এবং ওই ট্রাক্টরটি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ বিস্ফোরক। কী উদ্দেশ্যে এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ। প্রসঙ্গত আগেও একইভাবে বিস্ফোরক ভর্তি গাড়ি আটক করেছিল বীরভূম জেলা পুলিশ।
উল্লেখ্য, এর আগে মুরারইয়ে জিলেটিন স্টিক,অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিষ্ফোরক উদ্ধার করে পুলিশ।
তারপর ফের রামপুরহাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কি উদ্দেশ্য নিয়ে এই বিষ্ফোরক পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।  উল্লেখ্য, বীরভূমে বেআইনি অস্ত্রশস্ত্র প্রবেশের ক্ষেত্রে বিহার বা ঝাড়খণ্ডের যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না। বিহার বা ঝাড়খণ্ডের কিছু জায়গায় দেশীয় অস্ত্র তৈরি হয়, এরপর পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে সেগুলো রাজ্যে ঢুকে যায়। বীরভূমের সীমান্তে রয়েছে ঝাড়খণ্ডের সীমান্ত।  তবে, জিলেটিন স্টিকের মত অস্ত্রশস্ত্র কোন পাড়ার দুষ্কৃতী বা এলাকার মাফিয়ার একার কাজ নয় এর পেছনে বড় মাথা এবং আন্তঃরাজ্য চক্র থাকতে পারে। জিলেটিন স্টিক কোন মামুলি অস্ত্র নয়। 
চিত্র ও তথ্যসূত্র - বীরভূম জেলা পুলিশ । 

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

সম্প্রতি চন্দ্রকোনারোড কলেজে অনুষ্ঠিত হল করোনা বিষয়ক ভার্চুয়াল সেমিনার।

ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর - সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোড কলেজে অনুষ্ঠিত হল ভার্চুয়াল সেমিনার। এই সেমিনারের আয়োজক ছিল কলেজের লাইব্রেরী দপ্তর। ভার্চুয়াল সেমিনারে করোনা জীবাণুর গতিপ্রকৃতি, কবে থেকে করোনা সংক্রমিত হতে শুরু করে, করোনা ও লকডাউন অবস্থায় কলেজ বন্ধ থাকলেও ছাত্রছাত্রীরা যাতে হতাশ বা অবসাদগ্রস্ত না হয় এ ব্যাপারে অধ্যাপক অধ্যাপিকারা আলোচনা করেন। কলেজের গ্রন্থাগারিক চন্দ্রকান্ত পাইক বলেন, মূলত ছাত্র-ছাত্রীদের অবসাদ কাটানোর জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছিল তারসঙ্গে করোনা নিয়েও আলোচনা হয়। কলেজের ইংরেজি, বাংলা, দর্শন, রসায়ন, কম্পিউটার সায়েন্স প্রভৃতি বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকারা ভার্চুয়াল সেমিনারে বক্তব্য রাখেন। মূল বক্তা ছিলেন কলেজের অধ্যক্ষা ।  চন্দ্রকোনারোড কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীরাও এই ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণ করেন। 
    চন্দ্রকোনারোড কলেজ খুব বেশি পুরোনো নয় কিন্তু এই কলেজ বর্তমান প্রেক্ষিতে একটি অত্যাধুনিক সেমিনার করে দেখালো। অন্যান্য কলেজগুলিও এরকম সেমিনারের আয়োজন করলে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে কথোপকথন করতে পারবে, অবসাদ কাটাতে পারবে। আসলে স্কুল বা কলেজ শুধুমাত্র জ্ঞানের ভান্ডার নয় এটা একটা মিলনমেলা। ছাত্রছাত্রীরা তাদের প্রিয় বন্ধু বান্ধবী এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন দূরে থাকায় তাদের মধ্যে একটা অবসাদ কাজ করছে । 

লকডাউন শিথিল হতে সামাজিক দূরত্ব ও মাস্ক পরে পুনরায় শুরু হয়েছে মাঠে ক্রীড়া অনুশীলন।

ভারত নিউজ ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - দীর্ঘ লকডাউনে মাঠ ছিল শুনশান কারণ খেলাধুলো ছিল বন্ধ। পূর্ব মেদিনীপুর নেট বল অ্যাসোসিয়েশন ছেলেমেয়েদের খেলাধুলোর প্রশিক্ষণ দেয়।  বন্ধ থাকায় একদিকে যেমন ছেলেমেয়েরা বাড়িতে অস্থির হয়ে উঠেছিল অন্যদিকে তাদের ধারাবাহিক প্রশিক্ষণে ছেদ পড়েছিল অবশেষে লকডাউন কিছুটা শিথিল হতে আবার ছোট বড় ছেলে মেয়েরা দেখা দিয়েছে সবুজ ঘাসের মাঠে তবে প্রশিক্ষকরা সতর্কতা অবলম্বন করেছেন কারণ এই কয়েকমাসে পরিস্থিতি অনেক বদলে গেছে। প্রতিটি ছেলেমেয়ের মুখে মাস্ক 
পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং মাঠের মধ্যে প্রত্যেকের সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে। অ্যাসোসিয়েশনের ক্রীড়া শিক্ষকদের মতে আজকের ছাত্র সমাজ মোবাইলে গেম খেলায় মগ্ন তাই চারিদিকে সবুজ মাঠ শুনশান। ছেলে-মেয়েদের মোবাইল থেকে মাঠমুখী করা এবং সুস্বাস্থ্য গড়ে তোলা আমাদের লক্ষ্য কিন্তু হঠাৎ ছেদ পড়েছিল মহামারী ও লকডাউনে তাই একটু শিথিল হওয়াতে আমরা পুনরায় প্রশিক্ষণ শুরু করেছি সামাজিক দূরত্ব ও অন্যান্য নিয়ম কানুন মেনে। প্রশিক্ষণ করানোয় তাদের বাড়িতে থাকার অবসাদ কাটবে, মিলিত হওয়ার সুযোগ পাবে এবং সুস্বাস্থ্য গড়ে উঠবে। তমলুক লাগোয়া শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক,  চাঠরাসহ  বিভিন্ন গ্রামের  ছেলেমেয়েদের  তারা প্রশিক্ষণ দিয়ে থাকে । 

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ট্রাক্টর চালাতে গিয়ে মাটির নিচে থেকে মরচে পড়া সিঙ্গেল ব্যারেল গান উদ্ধার লালগড়ে ।

ভারত নিউজ (জেলার পাতা),  ঝাড়গ্রাম- বুধবার সকাল  ৮.৩০ নাগাদ  লালগড় থানার শ্যামসুন্দরপুর গ্রামে মিথুন বেজ (২৫) নামে এক ব্যক্তি  কাঁশবতী নদীর পাশের পাপোটপুরে তার জমি বেঁধে যাচ্ছিলেন। ট্র্যাক্টরের রটারের ফলকটি একটি ধাতব জিনিসে ধাক্কা লাগে। তিনি খোঁড়াখুঁড়ি করে বাট ছাড়াই একটি মরচে পড়া সিঙ্গল ব্যারেল গান পেয়েছেন। জানা গেছে যে প্রায় পনেরো বছর  গ্রামে ওই জায়গা দিয়ে পথ চলে গিয়েছে । ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতী বহু আগেই উক্ত আগুনের অস্ত্র গোপন করে রেখেছিল। তা উদ্ধার করে লালগড় থানার পুলিশ । তদন্ত শুরু করেছে আরো কোথাও এ ধরনের কোনো লুকোনো অস্ত্র আছে কী না তা খতিয়ে দেখছে লালগড় থানা। এটা কোন দুষ্কৃতী দলের লুকানো অস্ত্র হতে পারে অথবা পশ্চিমবাংলার কয়েকটি জেলায় বিস্তীর্ণ গ্রামে একসময় রাজনৈতিক সংঘর্ষ লেগে থাকত সেসময় পুলিশের তল্লাশি থেকে বাঁচার জন্য অনেক অস্ত্র মাটির তলায় লুকিয়ে রাখা হতো আবার জঙ্গলমহল, লালগড় একসময় মাওবাদীদের বিচরণক্ষেত্র ছিল যদিও মাওবাদীরা এই ধরনের অস্ত্র ব্যবহার করত বলে জানা নেই তবে সেই সময় মাওবাদীদের রোখার জন্য জঙ্গলমহলে অনেক হার্মাদ ক্যাম্প হয়েছিল তারা বাইরে থেকে অস্ত্র আমদানি করতো আবার কিছু দেশীয় অস্ত্র নিজেরাই কারখানায় তৈরি করতো সেই অস্ত্রও হতে পারে। পুলিশ তদন্ত করলে সঠিকটা জানা যেতে পারে । 
 চিত্র ও তথ্য সহায়তা - ঝাড়গ্রাম জেলা পুলিশ । 

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...