বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

বহরমপুরে তৃণমূলের সভা কোল ইন্ডিয়া বেসরকারিকরণের প্রতিবাদে ।

 ভারত নিউজ (জেলার পাতা ), বহরমপুর - মুর্শিদাবাদের  বহরমপুরে কালেক্টরি মোড়ে সভা  করলো তৃণমূল। কোল ইন্ডিয়া বেসরকারিকরণের প্রতিবাদে এই সভা হয়ে।  উল্লেখ্য, তৃণমূল সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে। এবছর মহামারীর কারণে শহীদ দিবস পালন হচ্ছেনা তাই বিকল্প হিসেবে বুথে, ব্লকে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। গতকাল তৃণমূল কর্মী ও সমর্থকরা নিজেদের বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...