মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

কেশপুরে জামশেদ আলী ভবনে সিপিএমের সভা ।

ভারত নিউজ,  পশ্চিম মেদিনীপুরের  - পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে ১০ই আগস্ট ১৯৮৪ সালে আজকের দিনে কমরেড জামসেদ আলি শহীদ হয়েছিলেন। প্রত্যেক বৎসরের ন্যায় এবৎসরও কেশপুর জামসেদ আলি স্মৃতি ভবন কার্যালয়ে কমরেড জামসেদ আলি সহ ৬৮জন শহীদ কমরেডদের স্মৃতির উদ্দেশে শহীদ স্মরণ সভা হয় ।  এই স্মরণ সভায়  উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক তরুণ রায়, সিপিআইএম রাজ্য  কমিটির সদস্য তাপস সিনহা, কেশপুরের প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলই এবং  বামপন্থী  সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।  সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করা হয়। 
 উল্লেখ্য, এই কেশপুর হীরক রাজার দেশ বলে পরিচিত। এখানে কোন বিরোধীপক্ষ নেই। যে দল ক্ষমতায় তার একচ্ছত্র আধিপত্য।  একমাত্র কেশপুর বাজারে অন্যান্য দলের সামান্য  অস্তিত্ব রয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...