মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

ঘাটাল পাঁশকুড়া রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার ।

 স্বরুপ দোলই , দাসপুর - ঘাটাল পাঁশকুড়া রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া সড়কে । ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার পাঁচবেড়িয়াতে । পুলিশ সূত্রে খবর গতকাল  সকাল আটটা নাগাদ পাঁশকুড়ার দিক থেকে এক যুবক বাইকে করে দুই মহিলাকে চাপিয়ে নিয়ে 
ঘাটালের দিকে আসছিলেন। কোনো কারণবশত দুই মহিলা পড়ে যান বাইক থেকে তখনই একটি লরি তাদেরকে পিছন দিক থেকে পিশে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার । মৃত দুই  মহিলার নাম সুপ্রিয়া দেবী ও ঊষারাণী মাইতি । ঊষা রানীর বাড়ি খড়গপুর লোকাল থানা তুরাংএ এবং সুপ্রিয়া দেবীর বাড়ী খড়গপুর লোকাল থানার অন্তর্গত গ্রামে । পুলিশ লরিটিকে আটক করেছে বলে জানা যায়। এলাকার  মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ ঘাটাল পাঁশকুড়া রোড বেহাল অবস্থার কারণে দিনকে দিন এই দুর্ঘটনা ঘটেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...