মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

পাঁশকুড়ায় আত্ম বলিদান দিবসে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান ।

ভারত নিউজ - আজকের দিনে ফাঁসির দড়ি গলায় বরণ করে নিয়েছিলেন কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু। পাঁশকুড়ায় ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান করা হল। পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলের ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন পাঁশকুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ। এছাড়া, বিদ্যাসাগর দ্বিশত বার্ষিকী কমিটির পক্ষ থেকেও ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন পাঁশকুড়া পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন দাসঠাকুর, পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর 
রবীন্দ্রনাথ সেনগুপ্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রায় চব্বিশ বছর আগে পাঁশকুড়া ব্রাডলি  বার্ট হাইস্কুলে শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি উন্মোচিত হয়েছিল। সেসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন পীযূষ কান্তি প্রধান । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...