বুধবার, ২৪ জুন, ২০২০

একশো দিনের প্রকল্পে বৃক্ষরোপনের সিদ্ধান্ত নিল নয়াগ্রাম পঞ্চায়েত সমিতি ।

ভারত নিউজ, নয়াগ্রাম, ঝাড়গ্রাম - একশো দিনের কাজ বা এম জি এন আর ই জি এ প্রকল্পে বৃক্ষের চারা রোপন করা হলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে।  উল্লেখ্য, ঘূর্ণিঝড়ে কয়েক লক্ষ বৃক্ষ নষ্ট হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কারণে নয়াগ্রাম পঞ্চায়েত 

সমিতি একশো দিনের প্রকল্পে বৃক্ষের চারা রোপন এর সিদ্ধান্ত নেয়। এই অনুষ্ঠানে  নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ উপস্থিত ছিলেন। তিনি নিজেও একটি চারা রোপণ করেন। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে মাটির সৃষ্টি। এই প্রকল্পে আম, লিচু, আতা, বেদানা, মৌসম্বি প্রভৃতি বৃক্ষ কয়েক হেক্টর জমিতে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...