বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

একগুচ্ছ দাবিতে পাঁশকুড়া বিডিও অফিসে বামেদের ডেপুটেশন ।

ভারত নিউজ ( জেলার পাতা ) পাঁশকুড়া, পূর্বমেদিনীপুর - একগুচ্ছ দাবিতে পাঁশকুড়া এক নম্বর বিডিও অফিসে বিডিওর নিকট ডেপুটেশন দিল বামেরা। আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, একশো দিনের কাজ চালু করা, পরিযায়ী শ্রমিকদের কুপন দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া প্রভৃতি দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া পূর্ব বিধানসভার বিধায়ক ইব্রাহিম আলী, পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন ঠাকুরসহ অন্যান্যরা। প্রায় পাঁচশো জন বাম কর্মী সমর্থক উপস্থিত ছিল । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...