বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

জেলায় জেলায় আক্রান্ত মহিলাদের পাশে অগ্নিমিত্রা ।

ভারত নিউজ ( জেলার পাতা) - হাওড়া জেলার বাগনানে মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে নিহত মায়ের মেয়ের সাথে বাড়িতে গিয়ে দেখা করলেন অগ্নিমিত্রা পল। এছাড়া, হাড়োয়াতে  নিগৃহীত মহিলার সাথে দেখা করেন তিনি। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনার হাড়োয়াতে এক মহিলা নিগৃহীত হয়েছিলেন । 
তিনি দোষীদের শাস্তি দাবি করেন ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন । উল্লেখ্য, হাওড়া জেলার বাগনানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। এক তরুনীর শ্লীলতাহানি করতে আসে কয়েকজন। মেয়ের মা বাধা দেওয়ার  চেষ্টা করলে  তাকে  হত্যা করা হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...