ভারত নিউজ ( জেলার পাতা), মুর্শিদাবাদ - সেফ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচিতে পথ দুর্ঘটনা এড়াতে গত কয়েকদিন যাবৎ মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার সহকর্মীগনের উদ্যোগে সংশ্লিষ্ট থানা এলাকার বিভিন্ন স্থানে যানবাহন চলাচলের রাস্তার উপরে বেআইনি ভাবে মজুত করে রাখা বালি ও পাথর সরিয়ে যানবাহন চলাচলের পথ উন্মুক্ত করে দিচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ জানায়, সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থাদের প্রতি আবেদন যে আপনারা যানবাহন চলাচলের রাস্তায় বালি, পাথর ইত্যাদি ফেলে রাখবেন না, অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং চরম অর্থদণ্ড গ্রহণ করা হবে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত সমগ্র জেলাবাসীর কাছে অনুরোধ যে, যদি কোনো ব্যক্তি বা সংস্থা যানবাহন চলাচলের রাস্তার উপর অবৈধ ভাবে বালি, পাথর ইত্যাদি মজুত করে রাখে, তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানায় বা আমাদের খবর দিন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন