রবিবার, ২৮ জুন, ২০২০

দীর্ঘদিন বাদে নন্দীগ্রামে খোলা হলো সিপিএমের মূল কার্যালয়, বিলি করা হল ত্রাণ সামগ্রী ।

ভারত নিউজ (জেলার পাতা), মেদিনীপুর - দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল খোলা হয় নন্দীগ্রামে সিপিএমের প্রধান কার্যালয়। এদিন সিপিএমের কার্যালয় থেকে করোনা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য ও ত্রাণসামগ্রী দেওয়া হয়। উল্লেখ্য, নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় থেকে সিপিএম কোণঠাসা হয়ে যায় এবং এই পার্টি অফিস বন্ধ হয়ে যায়। এরপর দুএকবার নির্বাচনের আগে অফিস খোলা হলেও কার্যত ওই অফিসে আর তেমন কোনো দলীয় কাজকর্ম হয়না। নন্দীগ্রাম এক নম্বর ব্লক থেকেও সিপিএম নিশ্চিহ্ন হয়ে যায়। এখন চন্ডিপুর লাগোয়া নন্দীগ্রাম দুনম্বর ব্লকের কিছু জায়গায় সিপিএমের অল্পবিস্তর সংগঠন রয়েছে । উল্লেখ্য, আজ নন্দীগ্রামের টেঙ্গুয়াতে সিপিএমের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করার কর্মসূচি ছিল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...