রবিবার, ২৮ জুন, ২০২০

মালদহের এক প্রত্যন্ত গ্রামে অনুন্নত নাগরিক পরিষেবার চিত্র ।

ভারত নিউজ ( জেলার পাতা),  উত্তরবঙ্গ - মালদহের এক প্রত্যন্ত গ্রাম ভূতনি,  যেন প্রত্যন্ত দ্বীপ , গঙ্গার ভাঙ্গনে বিধ্বস্ত। স্বাধীনতার সত্তর বছর পরেও এই অঞ্চলের মায়েরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। হাতে স্যালাইনের বোতল নিয়ে চলেছেন এক মা। রাস্তার অবস্থা অতিমাত্রায় খারাপ। ব্রিজ বানানো হলেও সেই অচল ব্রিজ মানুষের সেবায় লাগছে না। বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, এলাকার এমপি একসময়  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ছিলেন, কিন্তু এখানকার জনজীবনে কোনো পরিবর্তন হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য । 
 চিত্র - শ্রীরুপা মিত্র চৌধুরী । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...