রবিবার, ২৮ জুন, ২০২০

দেওয়া হলো গান স্যালুট, সবংয়ে শহীদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন সাংসদ দেব ।

 ভারত নিউজ (জেলার পাতা), মেদিনীপুর - পশ্চিম মেদিনীপুরের সবং এর যুবক কাশ্মীরের অনন্তনাগে শহীদ সিআরপিএফ জওয়ান  শ্যামল কুমার দের শেষকৃত্য সম্পন্ন হলো সবং এ নিজের গ্রামে। দাহ করার আগে গান স্যালুট দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ  দীপক অধিকারী। তিনিও পুষ্পার্ঘ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানান । করোনা সংক্রমণের কারণে শেষকৃত্যে উপস্থিত সকলের মুখে যাতে মাস্ক থাকে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...