রবিবার, ২৮ জুন, ২০২০

উত্তপ্ত খেজুরি, দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে গুলিবিদ্ধ বিজেপি নেতা ।

ভারত নিউজ ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে  উত্তপ্ত হল খেজুরি। খেজুরি দু'নম্বর ব্লকের নিজকসবা অঞ্চলে গুলিবিদ্ধ হন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক পবিত্র দাস। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপি সমর্থকরা দীঘা - নন্দকুমার হাইরোডে হেঁড়িয়াতে  রাস্তা অবরোধ করে।  জানা গিয়েছে আমফানের ফর্ম পূরণ নিয়ে দুই দলের একটা উত্তেজনা ছিল । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...