রবিবার, ২৮ জুন, ২০২০

মাইশোরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হল সীমান্তে শহীদ সৈনিকদের উদ্দেশ্যে শহীদ স্মরণ ৷

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়ার মাইসোরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল পালিত হল লাদাখে চীনা সৈনিকদের আক্রমনে শহীদ ভারতীয় সৈনিকদের উদ্দেশ্যে শহীদ স্মরণ। শহীদ স্মরণে বক্তব্য রাখেন মাইসোরা অঞ্চলের তৃণমূল নেতা আফজল শাহ। উল্লেখ্য, তিনি পাঁশকুড়ার বড়মা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া শহীদ স্মরণে একটি মৌন মিছিল এলাকা পরিক্রমা করে। অনেক মহিলাও অংশগ্রহণ করেছিলেন। শহীদ বেদিতে মাল্যদান করা হয়। 
পাঁশকুড়ার অন্যান্য তৃণমূল নেতারাও উপস্থিত ছিলেন । আফজল বাবু বলেন, প্রাকৃতিক দুর্যোগ সত্বেও বহু মানুষ আজকের শহীদ স্মরণে অংশ নিয়েছেন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...