সোমবার, ১৩ জুলাই, ২০২০

পূর্ব মেদিনীপুরে বাড়লো কনটেইনমেন্ট জোনের সংখ্যা, বড়মাতে করা হল স্যানিটাইজেশান ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পূর্ব মেদিনীপুরে আরো বাড়লো কনটেইনমেন্ট জোনের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দ্বারা আগের বিজ্ঞপ্তিতে ছিল বারোটি কনটেইনমেন্ট জোন এখন সেটা বের হয়েছে আঠারোটি  কনটেইনমেন্ট জোন। নতুন করে যুক্ত হয়েছে খেজুরি ১ ও ২ ব্লকের কিছু এলাকা,  নন্দকুমার ব্লকের কিছু এলাকা, এগরা পৌরসভার,  পটাশপুর দু'নম্বর ব্লকের কিছু অংশ ও পাঁশকুড়া ব্লকের কিছু অংশ। মূলত কয়েকটি পাড়া বা গ্রাম যুক্ত হয়েছে।  আবার যে বারোটি এলাকা আগে থেকেই কনটেইনমেন্ট ঘোষিত ছিল সেখানেও কিছু এলাকা বৃদ্ধি পেয়েছে যেমন পাঁশকুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একটি পার্ট যুক্ত হয়েছে অপরদিকে পাঁশকুড়া বড়মা 
মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে আজ দমকল দপ্তরের পক্ষ থেকে  স্যানিটাইজড  করা হয়। বড়মা হাসপাতালে ক্রমাগত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় ও পাঁশকুড়ায় আক্রান্তর সংখ্যা বাড়তে থাকায় বড়মা হাসপাতাল এবং তার আশেপাশে দমকল দপ্তরের ইঞ্জিন স্যানিটাইজড  করে । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...