সোমবার, ১৩ জুলাই, ২০২০

পাঁশকুড়া সাহিত্য সংস্কৃতি মঞ্চের উদ্যোগে শহরে আজ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচী ।

 ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া শহরে আজ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পাঁশকুড়া সাহিত্য সংস্কৃতি মঞ্চ এর আয়োজন করে। পাঁশকুড়া শহরকে চাঁপা,বকুল,শিউলি ফুলের সুবাসে মাতোয়ারা এবং রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে নার্সারী স্কুলের কচিকাঁচারা সবুজের ছোঁয়া ও ফুলের সুবাস নিতে নিতে বিদ্যালয়ে যাবে এই উদ্দেশ্যে এদিনের কর্মসূচি আয়োজিত হয়। উল্লেখ্য, পাঁশকুড়ার মধুসূদনবাড়ের বাসিন্দা ও দাসপুরের পাঁচবেড়িয়া স্কুলের শিক্ষক মহাদেব মান্না কয়েকদিন আগে নিজের কন্যার অন্নপ্রাশন বর্তমান পরিস্থিতির কারণে করতে না পারায় তিনি কন্যা প্রকৃতির উদ্দেশ্যে পাঁচশো বৃক্ষরোপনের অঙ্গীকার করেছিলেন। তারই অঙ্গ হিসেবে শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষের চারা রোপণের নিরবচ্ছিন্ন কর্মসূচি তিনি নিয়ে চলেছেন। আজকের কর্মসূচিতে অতিথি হিসেবে ছিলেন কৃষিবিজ্ঞানী ড:কাঞ্চন ভৌমিক, সাহিত্যিক সুকেশ কুমার মন্ডল,প্রাক্তন কাউন্সিলার কল্যান রায়,অধ্যাপক গোবিন্দ প্রসাদ কর, সহকারী প্রধান শিক্ষক দেবদুলাল ঘোড়ই প্রমূখ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...