রবিবার, ১২ জুলাই, ২০২০

পূর্ব মেদিনীপুরে আমফান ও করোনা বিধ্বস্ত এলাকায় গ্রামবাসীদের সহায়তায় শিক্ষক সংগঠন বিজিটিএ ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - আমফান ও করোনা বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরে গ্রামবাসীদের পাশে দাঁড়ালো শিক্ষক সংগঠন বিজিটিএ। পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার ভগবানপুরের একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করে বিজিটিএ। এছাড়া বৃক্ষের চারা, ডেটল সাবান, ডিটারজেন্ট পাওডার দেওয়া হয় । উল্লেখ্য, ঘূর্ণিঝড়ে পূর্ব মেদিনীপুরে বিপুলসংখ্যক বৃক্ষ নষ্ট হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য জেলা জুড়ে বিভিন্ন মহলে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া, করোনা মহামারী থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য ও মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডেটল সাবান ও ডিটারজেন্ট পাওডার দেওয়া হয় যা অনেকটাই অভিনব। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর বিজিটিএ'র অন্যতম নেত্রী শিক্ষিকা শাশ্বতী মাইতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যা ও বিজিটিএ'র অন্যান্য নেতৃবৃন্দ । সমগ্র কর্মসূচিতে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয় ।  এছাড়া, অন্যান্য জেলাতেও বিজিটিএ ত্রাণসামগ্রী বিলি করছে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...