তবে ওই এলাকায় বিভিন্ন সংস্থায় কর্মরত ব্যক্তিরা আগেই দাবি তুলেছিলেন এলাকা সিল করার যেহেতু পজিটিভ রোগী ধরা পড়েছে। তারা প্রশাসনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য, পজিটিভ পাওয়া যাওয়ার পরে ন'নম্বর ওয়ার্ডে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আট নম্বর ওয়ার্ডে পিএনবি এটিএম রয়েছে যে বিল্ডিংটিতে সেটিও সিল করা হয়েছিল আগেই । রাস্তায় তিনটি ব্যারিকেড থাকায় অহেতুক ভিড়ভাট্টা, জমায়েত রোধ করা যাবে। উল্লেখ্য, প্রথম পর্যায়ের লকডাউনের সময় থেকেই পাঁশকুড়ার অনেক মানুষই চেয়েছিল কড়া লকডাউন হোক ।
অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
শনিবার, ১১ জুলাই, ২০২০
ব্যারিকেড করা হল পাঁশকুড়া স্টেশন বাজারের রাস্তা , চলছে কড়া লকডাউন ৷
ভারত নিউজ (জেলার পাতা), পাঁশকুড়া, ১০ ই জুলাই - পূর্ব মেদিনীপুরের তমলুক, হলদিয়া, পাঁশকুড়া, কোলাঘাটসহ কয়েকটি জায়গাতে আংশিক কনটেইনমেন্ট করা হয়েছে। কনটেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন করা হয়েছে। ওই এলাকার সরকারি-বেসরকারি অফিস সহ অত্যাবশ্যক ব্যতীত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা হয়েছে। পাঁশকুড়া স্টেশন বাজারের ভেতরের রাস্তা ব্যারিকেড করা হয়েছে। বাহারগ্রামের শুরু থেকে প্রতাপপুরের মোড় পর্যন্ত রাস্তা তিন জায়গায় ব্যারিকেড করা হয়েছে। উল্লেখ্য, পাঁশকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে দুজন, নয় নম্বর ওয়ার্ডে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন এবং দশ নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড ও নয় নম্বর ওয়ার্ড লাগোয়া এই কারণে এই ওয়ার্ডগুলির মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তা ব্যারিকেড করা হয়েছে। তবে মূল পাঁশকুড়া স্টেশন বাজার বন্ধ থাকায় বহু পাইকারি দোকান এবং গোডাউন বন্ধ থাকবে। এরফলে খাদ্যসামগ্রী সরবরাহে কিছুটা সমস্যা হতে পারে। এককথায় সমগ্র পাঁশকুড়া এলাকার এবং পাঁশকুড়ার আশেপাশে কিছু এলাকার হৃদপিণ্ড পাঁশকুড়া স্টেশন বাজার যেটা আপাতত বন্ধ থাকছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন