মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

গতকাল ও আজ দুদিনে চন্দননগরবাসী হারিয়েছে তাদের দুই কৃতি কন্যাকে ।

ভারত নিউজ - চন্দননগরে করোনায় মৃত্যু হল একজন সরকারি প্রাথমিক শিক্ষিকার। বয়স ৩৪ বছর। গতকাল পশ্চিমবঙ্গবাসী একজন মহিলা আধিকারিককে হারিয়েছেন যিনি চন্দননগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। পরিযায়ীদের ডানকুনি থেকে নিরাপদে বাড়ি ফিরতে গিয়ে তাঁর আর বাড়ি ফেরা হলনা। তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। ২৮ বছর বয়সে ডব্লিউবিইএস পাস করে সরকারি চাকরিতে আধিকারিক হিসেবে যোগ দিয়েছিলেন। সরকারী পদে থেকে বাংলার দুই কন্যার জনগণকে দেওয়ার অনেক বাকি ছিল। গতকাল ও আজ দুদিনে চন্দননগরবাসী হারিয়েছে তাদের দুই কৃতি কন্যাকে ।  ফুল ফুটে ওঠার আগেই ঝরে যাওয়া ।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...