ভারত নিউজ(জেলার পাতা) - পূর্ব মেদিনীপুর জেলায় ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। মাস কয়েক আগে আমফান ঘূর্ণিঝড় জেলাকে লন্ডভন্ড করে দিয়েছে। জেলাজুড়ে চরম দুর্দিনের মধ্যেই এলো একটা সুখবর, মাধ্যমিকে পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। যদিও ট্রাডিশন বজায় রেখেই আবার প্রথম মাধ্যমিকে পাসের হারে। পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার ৯৬.৫৯ শতাংশ তবে, উল্লেখযোগ্য রাজ্যে তৃতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরের এগরার দেবস্মিতা মহাপাত্র, প্রাপ্ত নম্বর ৬৯০। এছাড়া, রাজ্যে সপ্তম স্থান দখল করেছে
কোলাঘাটের কেটিপিপি হাইস্কুল ও ব্যর্বতারহাট হাইস্কুল, আবার অষ্টম স্থান দখল করেছে কেটিপিপি হাইস্কুল। শিক্ষার হারে বরাবরই এগিয়ে পূর্ব মেদিনীপুর। এছাড়া, একদা আমাদেরই অঙ্গ পশ্চিম মেদিনীপুর পাশের হারে দ্বিতীয়। কৃষি প্রধান জেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর দুটোই। প্রমাণিত হলো কৃষক শুধু ফসল ফলায়না মেধাবী ছেলেমেয়েকেও জন্ম দেয় তবে আগামী দিনে এই সমস্ত ছেলেমেয়েদের কর্মসংস্থানের একটা ব্যাপার আসবে তাই জেলায় শিল্প স্থাপন করতে হবে যাতে তাদের কাজের জন্য বাইরে না যেতে হয় । এগরার ভবানীচক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র রাজ্য তৃতীয়় হয়েছে। এগরা পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার জন্য নামডাক করেছে ওখানে অনেক ভালো ভালো স্কুলও রয়েছে । দেবস্মিতা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। দেবস্মিতা বাবা ও মা দুজনেই হাইস্কুলের ভূগোলের শিক্ষক ।
সপরিবার দেবস্মিতা । পুরনো চিত্র ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন