বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

খেজুরিতে রাস্তার বেহাল অবস্থা , মানুষের চরম দুর্দশা ৷

ভারত নিউজ (জেলার পাতা),  পূর্ব মেদিনীপুর - খেজুরি - ১ নম্বর ব্লকের অন্তর্গত টিকাশি গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তার অবস্থা বেহাল। বর্ষাকালে মানুষকে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। উল্লেখ্য, খেজুরির বেশ কিছু গ্রামীণ রাস্তা এখনো খারাপ হয়ে আছে। নন্দীগ্রাম বা খেজুরি দুটোই এক সময় বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়েছিল। তবে, সাম্প্রতিককালে নন্দীগ্রামের রাস্তাঘাট অনেকটাই উন্নত হয়েছে। খেজুরির কিছু রাস্তাঘাট আগের চেয়ে উন্নত হয়েছে তবে বহু রাস্তা এখনও বেশ খারাপ হয়ে আছে।  ঢালাই বা মোরাম তো নয়ই মাটির রাস্তা হইয়াছে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...