রবিবার, ২৮ জুন, ২০২০

পিস্তল ও বোমা তৈরির মশলা সহ এক দুষ্কৃতী গ্রেফতার মুর্শিদাবাদের সালারে ।

ভারত নিউজ (জেলার পাতা) ,  মুর্শিদাবাদ - রবিবার পিস্তল ও বোমা তৈরির মশলা সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে সালার থানার পুলিশ । ধৃতের নাম দিলীপ খান । বাড়ি সালার থানার অন্তর্গত দক্ষিণখন্ড এলাকায়। শনিবার রাত্রে দক্ষিণ খন্ড বাস স্ট্যান্ড এলাকায় তাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দে‌‌খা গিয়েছিল। স্থানীয় মানুষ খবর দেয় পুলিশেকে। গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করে। রবিবারই ধৃতকে কান্দি মহকুমা আদালতে পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয়।  বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ওই অভিযুক্তের। 
সংবাদ সৌজন্যে - মুর্শিদাবাদ জেলা পুলিশ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...