মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

তমলুক - পাঁশকুড়া রাস্তার ওপরে বটতলায় গাড়ির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, রাস্তা অবরোধ ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া থানার বটতলাতে আজ সকালে তমলুক - পাঁশকুড়া রাস্তার ওপরে একটি বড় ম্যাটাডোর গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ছাত্রটি স্থানীয় রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সাইকেলে থাকা ছাত্রটিকে ম্যাটাডোর গাড়িটি ধাক্কা মেরে ঘষটিয়ে রাস্তার ধারে থাকা স্টোন চিপসের ওপর ফেলে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ তমলুক - পাঁশকুড়া রাস্তা অবরোধ করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাস্তার ধারে বেশকিছু ব্যবসায়ী বালি, স্টোনচিপস জড়ো করে রাখে। ঘটনা ঘটার পর পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাস্তার দুই ধারে যে সমস্ত চিপস, বালি জড়ো করে রাখা ছিল সেগুলো জেসিবি দিয়ে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়।  মৃত ছাত্রটির বাড়ি জোড়াপুকুরের কাছাকাছি একটি গ্রামে । নীচে ঘাতক গাড়িটির চিত্র ।      
একটি কিশোর বয়সী তরতাজা প্রাণ অকালে চলে যাওয়ায় এলাকার মানুষ শোকাহত। 
 জেসিবি দিয়ে সরানো হচ্ছে রাস্তার ধারে জড়ো করে রাখা বালি,  চিপস । নিজস্ব চিত্র। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...