মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

মুর্শিদাবাদের নওদা থানায় ভ্রাম্যমান থানা মানুষের দুয়ারে ।

ভারত নিউজ (জেলার খবর),  মুর্শিদাবাদ - এবার আর থানায় ছুটতে হবে না,  থানা অভিযোগ নিতে পৌঁছে যাচ্ছে আপনার ঘরে। এমনই ভ্রাম্যমাণ থানার উদ্যোগ নিয়েছে মুর্শিদাবাদের নওদা থানা কতৃপক্ষ। নওদা থানার প্রত্যন্ত গ্রামে পৌঁছে এই ভ্রাম্যমাণ থানা, যারা ছোট খাটো অভিযোগ নিয়ে থানায় আসতে পারে না নানা কারনে, তাদের সেই সব অভিযোগ নিয়ে প্রত্যন্ত গ্রামের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে এই ভ্রাম্যমাণ থানা। এখানে নিজেদের যাবতীয় অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে। সম্প্রতি শুরু করা হয়েছে এই ভ্রাম্যমাণ থানার, মঙ্গলবার এই ভ্রাম্যমান থানা নওদার গঙ্গাধারী সহ বেশ কয়েকটি গ্রাম যায় এবং মানুষের অভাব অভিযোগ নথিভুক্ত করেন। সরাসরি থানা মানুষের দুয়ারে পৌঁছে যাওয়ায় খুশি প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। 
সাধারণ মানুষের মধ্যে অনেকেরই থানা সম্পর্কে একটা ভীতি বা আইনি জটিলতা নিয়ে একটা অনীহা থেকে থাকে। এই কারণে খুব বড় ধরনের ঘটনা না ঘটলে এই সমস্ত জায়গাগুলি এড়িয়ে যায় বা মুখ বুজে সহ্য করে নেয়। বিশেষতঃ স্কুল-কলেজের ছাত্রীরা রাস্তাঘাটে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়। গৃহবধূরা পরিবারের মধ্যে অনেক সময় ছোটখাটো গার্হস্থ্য হিংসা বা সমস্যার সম্মুখীন হয়। অনেক ক্ষেত্রে উল্টোটা অর্থাৎ বয়স্ক বাবা-মায়েরা পুত্র ও পুত্রবধূর দ্বারা  লাঞ্ছিত হয়। এছাড়া, এলাকায় মদ, জুয়াসহ অসামাজিক কাজ চোখের সামনে দেখলেও এলাকাবাসী থানা, পুলিশ এড়িয়ে যায়। থানা এবং পুলিশ যদি মানুষের দুয়ার পর্যন্ত যায় সেক্ষেত্রে মানুষ কিছুটা আস্থা পাবে এবং বাড়িতে থেকেই সমস্যার কথা বলতে পারবে তাই এই ধরনের ভ্রাম্যমান থানা রাজ্যের সমস্ত এলাকা পর্যন্ত প্রসারিত করতে হবে এবং নিয়মিত করতে হবে। সেইসঙ্গে থানা যদি তার পরিধি মানুষের ঘর পর্যন্ত প্রসারিত করতে পারে সে ক্ষেত্রে অপরাধ অনেকটাই কমে যাবে বলে আশা করা যায়। 
চিত্র ও তথ্য সহায়তায়- মুর্শিদাবাদ জেলা পুলিশ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...