মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

পাঁশকুড়া পুরসভা এলাকায় পাওয়া গেল একজন করোনা পজিটিভ ।

ভারত নিউজ ( জেলার পাতা ), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া পুরসভা এলাকায় আজ একজন করোনা পজিটিভ চিহ্নিত হল। তিনি দিল্লি থেকে বাড়িতে ফিরেছিলেন। বাড়ি পাঁশকুড়া পুরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডে। পাঁশকুড়া রেলওয়ে স্টেশন এলাকা সংলগ্ন। ওই ব্যক্তির বয়স ২৭ বছর। দিল্লি থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা পজিটিভ ধরা পড়ায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাকে পাঁশকুড়ার বড়মা মাল্টিস্পেশালিটি করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
পাঁশকুড়া পুরসভা এলাকায় সর্বপ্রথম ১৬ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধার ধরা পড়েছিল। পরবর্তীকালে প্রতাপপুর দুই নম্বর অঞ্চলে, মাইসোরা অঞ্চলে  ও  কেশাপাট অঞ্চলে একজন করে করোনা পজিটিভ  ধরা পড়ে। আগামী দিনে এলাকাকে সংক্রমণমুক্ত রাখার জন্য মানুষকে আরো সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব, মাস্ক পরা প্রভৃতি বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নজর দিতে হবে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...