মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

ঝাড়গ্রামে পালিত হল হুল উৎসব, উপস্থিত ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

ভারত নিউজ ( জেলার খবর), ঝাড়গ্রাম - ঝাড়গ্রামের লালগড়ে আজ পালিত হল হুল উৎসব। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, আদিবাসী ভাষায় হুল কথার অর্থ হল বিদ্রোহ। ১৮৫৫ - ৫৬ খ্রিস্টাব্দে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সিধু ও কানুর নেতৃত্বে। আদিবাসীরা বিস্তীর্ণ এলাকার বন জঙ্গল পরিষ্কার করে আবাদি জমিতে পরিণত করেছিল। সেই সঙ্গে সাঁওতালদের নিজস্ব রীতিনীতি ছিল। ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ক্রমে সাঁওতালদের এলাকাতেও আধিপত্য বিস্তার করে এবং সাঁওতালদের নিজস্ব আইন কানুন, রীতিনীতি অগ্রাহ্য করে কোম্পানির শাসন ও সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়। এছাড়া ছিল বহিরাগত মহাজনদের শোষণ। কোম্পানি এই সময় নতুন অরণ্য আইন প্রবর্তন করেছিল। এই সমস্ত কারণে সাঁওতালরা হুল বা বিদ্রোহ ঘোষণা করেছিল। এদিন সাঁওতালদের নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবের সূচনা করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকেও জঙ্গলমহলের দায়িত্ব দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...