সোমবার, ২৯ জুন, ২০২০

গুলিবিদ্ধ বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ।

ভারত নিউজ (জেলার খবর) পূর্ব মেদিনীপুর - খেজুরির গুলিবিদ্ধ বিজেপি নেতা পবিত্র দাসকে দেখতে তমলুক হাসপাতালে গেলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। উল্লেখ্য, বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক পবিত্র দাস খেজুরি দু'নম্বর ব্লকের নিজকসবা অঞ্চলে গুলিবিদ্ধ হয়েছিলেন। গুরুতর জখম অবস্থায় তাকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে যুব মোর্চার সভাপতি হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। দায়িত্ব পাওয়ার পর তাঁকেও মাঠে ময়দানে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে। সৌমিত্র খাঁর সঙ্গে হাসপাতালে যান তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...