ভারত নিউজ (জেলার খবর), জলপাইগুড়ি- জলপাইগুড়িতে বিপুল পরিমানে মদ উদ্ধার । সোমবার দুপুরে শহর লাগোয়া ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার মদ সমেত দুই জনকে গ্রেফতার করল কোতোয়ালি থানায় পুলিশ। উদ্ধার মদের বাজার মূল্য প্রায় ৫০-৬০ লক্ষ টাকা। একজন পালিয়ে যায় বলে দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গোশালা মোড় এলাকায় জাতীয় সড়কে ওঁৎ পেতে বসে থাকে। এরপর বিহার নম্বরের ট্রাকটি জাতীয় সড়কে আসতেই পুলিশ ওই ট্রাকের পিছু নেয়। পুলিশের উপস্থিতি বুঝেই জাতীয় সড়কের যানজটের সুযোগ নিয়ে পালিয়ে যায় একজন। কিন্তু দুজনকে ধরে ফেলে পুলিশ৷ উদ্ধার হয় এক ট্রাক বিদেশি মদ। ধৃতদের জেরা করে পুলিশের জানতে পারে অসমের তেজপুর থেকে ডালখোলা হয়ে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল বিদেশি মদ। পুলিশ জানিয়েছে বিহারে মদ বন্ধ থাকায় সেই কারণে চড়া দামে মদ বিক্রি করতে অসম থেকে মদ নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে। ট্রাকটি বাজেয়াপ্ত করে পুলিশ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এক বড় অংশের মানুষকে তারা মদ গ্রাস করুক না করুক মদ তাদের গ্রাস করে নিয়েছে। সেইসঙ্গে মদ গ্রাস করে নিয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে তাই এই বিপথগামী পথ থেকে মানুষকে এবং বাংলাকে ফেরানোর জন্য প্রশাসনকে তৎপর হতে হবে এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেআইনি মদ পাচার ও বেআইনি মদ দোকান বন্ধ করতে হবে এবং অবৈধ মদ তৈরির ভাটিগুলিকে বন্ধ করতে হবে। মদ বিক্রি যদি বেআইনিভাবে হয় তাহলে ক্ষতি দুদিক থেকে রাজ্য সরকার তার আবগারি রাজস্ব থেকে ক্ষতিগ্রস্ত হবে এবং অনিয়ন্ত্রিত মদের কারবার চলবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন