সোমবার, ২৯ জুন, ২০২০

কিশোরী নাবালিকা ছাত্রীকে গুজরাট পুলিশের সহায়তায় উদ্ধার করলো বসিরহাট থানার পুলিশ ।

ভারত নিউজ ( জেলার খবর), বসিরহাট - বসিরহাটের পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বারুইয়ের উদ্যোগে অপহৃত দুই কিশোরী নাবালিকা ছাত্রীকে গুজরাট থেকে উদ্ধার করলো  বসিরহাট থানার পুলিশ।গ্রেফতার মূল পাচারকারী পিন্টু মোল্লা ও দীপক দত্ত। বসিহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের মেরুদন্ডী গ্রামের ঘটনা। এবছর মার্চের তিন তারিখে নিজের গ্রাম থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় দুই ছাত্রী।ওই দুই ছাত্রীর বাবা  সঞ্জয় সর্দার নামে এক ব্যক্তি স্কুল কর্তৃপক্ষ ও আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে তারা  যায়নি। পরের দিন দুই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে বসিরহাট থানায় ।জানা যায়, দুই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে  পাচারকারি পিন্টু মোল্লা ও দীপক দত্ত তাদেরকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ভিন রাজ্যে মোটা টাকায় বিক্রি করার চেষ্টা করেছে। পাশাপাশি নিষিদ্ধ পল্লীতে দেহ ব্যবসার কাজে লাগানোর চেষ্টা করে।  তাদের একটি ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে । দুই ছাত্রীকে যে বাড়িতে রাখা হয়েছিল সেই বাড়ির এক সহৃদয় ব্যক্তি তাদের মোবাইল ফোন দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাড়িতে ফোন করে পরিবারের 
লোকজনকে সমস্ত ঘটনা জানায় ওই ছাত্রী । পুলিশ ফোনের কল লিস্ট ধরে  জানতে পারে তাদের ঠিকানা গুজরাটের জম্মুর এলাকায় । গুজরাট পুলিশকে পুরো বিষয়টা জানানো হয়। বসিরহাট এর পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বারুইয়ের উদ্যোগে গুজরাট ও বাংলা পুলিশের যৌথ প্রচেষ্টায় অপহৃত দুই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করা হয়। পাচারকারী পিন্টু মোল্লা ও দীপক দত্তকে গ্রেফতার করা হয়েছে । দুই ছাত্রী বাড়ি ফেরায় স্বস্তির হাওয়া মেরুদন্ডী গ্রামে। নাবালিকা ছাত্রী উদ্ধারে পুলিশের ভূমিকায় খুশি পরিবারের সদস্যরা।
    উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বসিরহাট এলাকায় দীর্ঘদিন ধরেই নাবালিকা পাচার একটি গুরুত্বপূর্ণ সমস্যা। মূলত, দারিদ্র্য, অসচেতনতা প্রভৃতি কারণে নারী পাচারের সঙ্গে যুক্ত চক্রগুলি এই এলাকায় রমরমিয়ে কারবার চালাচ্ছে। চক্রগুলি একেবারে গ্রাসরুট লেভেলে আড়কাঠি নিয়োগ করে রেখেছে,  এমনকি নারী পাচারের জন্য মহিলাদেরকেও আড়কাঠির কাজে লাগিয়ে রেখেছে। কখনও প্রেমের ফাঁদে ফেলে কখনও শহরে মোটা মাইনের কাজের টোপ ফেলে মেয়ে পাচারের কাজ সম্পন্ন করে থাকে। প্রশাসন ও বিভিন্ন সংগঠনগুলিকে এবং এলাকার হাইস্কুলগুলোকে এই কাজ বন্ধ করার জন্য সক্রিয় হতে হবে। দারিদ্র দূরীকরণ ও সচেতনতা জাগিয়ে তুলতে হবে এবং এই চক্রের সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে । 
 চিত্র ও তথ্য সহায়তায় - বসিরহাট জেলা পুলিশ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...