সোমবার, ২৯ জুন, ২০২০

অপহরণের নাটক করে গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার দুই বন্ধু ।

ভারত নিউজ (জেলার পাতা), বীরভূম - নিজের অপহরণের নাটক করে গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার দুই বন্ধু ।গতকাল সকালে সিউড়ি থানার গড়ুইঝোড়া গ্রামের সিরাজ খানের পরিবারের কাছে ফোন আসে তার ছেলে আমির খানকে অপহরণ করা হয়েছে এবং তাকে ফিরে পেতে হলে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে সঙ্গে তারা একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়। সিরাজ খান তড়িঘড়ি সিউড়ি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের কথামতো সেই নাম্বারে ফোন করে সিরাজ খান বলেন আজ রবিবার ব্যাঙ্ক বন্ধ, টাকা নিয়ে আমি আসছি। এরপর  অপহরণকারীদের কথামতো  পাথরচাপুড়ি সংলগ্ন একটি জঙ্গলে প্রথম থেকেই ওৎ  পেতে  বসে থাকে পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে তিনজন অপহরণকারীকে ধরে ফেলে পুলিশ, দেখা যায় এর মধ্যে অপহৃত আমির খানও উপস্থিত। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের এহেন কর্মকাণ্ডে হতবাক সকলে। জানা যায় গত শনিবার মায়ের সঙ্গে টাকা চেয়ে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, এরপর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে অপহরণের ছক কষে আমির খান। সোমবারই তাদের সিউড়ি আদালতে তোলা হবে। উল্লেখ্য, এই ধরনের অপহরণের নাটক এর আগেও বহুবার হয়েছে তবে সেগুলো সাধারণত কোন নাবালক বা উচ্ছন্নে যাওয়া ছেলের কাজ ছিল। তবে একজন প্রাথমিক শিক্ষক মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় বন্ধুদের দিয়ে অপহরণের নাটক করা এরকম ঘটনা বিরল। সংবাদ সৌজন্যে - বীরভূম জেলা পুলিশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...