সোমবার, ২৯ জুন, ২০২০

ডিওয়াইএফআই এর উদ্যোগে পাঁশকুড়া বাজারে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ।

ভারত নিউজ ( জেলার পাতা ) , পূর্ব মেদিনীপুর - ডিওয়াইএফআই এর উদ্যেগে পাঁশকুড়া বাজারে আজ অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির । পাঁশকুড়া জোনাল অফিসে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাডব্যাঙ্ক রক্ত সংগ্রহের কাজ করে । ষাট জনের রক্ত নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল । কয়েকজন মহিলাও রক্তদান করেন । রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নিরঞ্জন সিহি , পাঁশকুড়া পূর্ব বিধানসভার বিধায়ক ইব্রাহিম আলিসহ অন্যান্যরা । প্রত্যেক রক্তদাতাকে একটি করে বৃক্ষের চারা
দেওয়া হয় । আজকের রক্তদান শিবির প্রসঙ্গে নিরঞ্জন সিহি বলেন বিগত তিনমাস ধরে বিভিন্ন জেলায় আমাদের যুব কর্মীরা যেখানেই খবর পেয়েছে ,থ্যালাসেমিয়া রোগী হোক বা মুমূর্ষু রোগী ছুটে গিয়েছে এবং হাত পেতে রক্ত দিয়েছে । লকডাউন একটু শিথিল হতেই ক্যাম্প করে হাসপাতালগুলিকে রক্ত তুলে দেওয়া হচ্ছে , এরআগে খেজুরিতে হয়েছে , আজ পাঁশকুড়ায় আগামীদিনে ভগবানপুরে শিবির অনুষ্ঠিত হবে ।
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...