বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

এক পরিবারের পাঁচ জনের মাথায় কোপ মারে দুষ্কৃতিকারীরা ।

ভারত নিউজ (জেলার পাতা),  বনগাঁ   -  এক পরিবারের পাঁচ  জনের মাথায় কোপ মারে দুষ্কৃতিকারীরা । এদের অপরাধ, এদের জমি জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা দিয়েছেন এরা। আর তাই এই ভয়ানক ভাবে আক্রান্ত হতে হল এদের। এই মুহূর্তে এই পরিবারের অপর সদস্য গোপাল মণ্ডল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...