রবিবার, ৯ আগস্ট, ২০২০

গোটা দেশজুড়ে ' দেশ বাঁচাও আন্দোলনের ' কর্মসূচি বামপন্থী দলগুলির ।

ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর - গোটা দেশজুড়ে দেশ বাঁচাও আন্দোলনের কর্মসূচি বামপন্থী  দলগুলির। পশ্চিমবাংলার জেলায় জেলায়  দেশ বাঁচাও আন্দোলনের পথে নেমেছে বামপন্থীরা ।  পশ্চিম মেদিনীপুরের দাসপুর,  কলোড়া , সোনাখালি এরিয়া  কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ দেখানো হয়। দাসপুর  কলোড়া  এরিয়া কমিটির সম্পাদক সভাপতি এবং এলাকার বামপন্থী সমর্থকরা  উপস্থিত ছিল  এবং 
অন্যদিকে সোনাখালি এরিয়া কমিটির উদ্যোগে একটি  প্রতিবাদ মিছিল এবং পথ অবরোধ  হয় । বক্তব্য রাখেন পশ্চিম মেদিনীপুর সিপিএমের এবং দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ। দেশ জুড়ে ভারত বাঁচাও আন্দোলনে  রেল সহ রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির বিরুদ্ধে ,কৃষি অর্ডিন্যান্স বাতিল,কাজ হারানো শ্রমিকদের মাসে ৭৫০০ টাকা ভাতা,বেকারদের মাসে ৬০০০ টাকা ভাতা,সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে , বেহাল স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ সহ অন্যান্য দাবীতে কর্মসূচি নেওয়া হয়েছে। 
সংবাদদাতা - স্বরূপ দোলাই । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...