সোমবার, ২২ জুন, ২০২০

কিডনি আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি নেতা সায়ন্তন বসু ।

ভারত নিউজ, পাঁশকুড়া, পূর্বমেদিনীপুর - কিডনি আক্রান্ত যুবক ও তার অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি নেতা সায়ন্তন বসু। পাঁশকুড়ার তিন নম্বর ওয়ার্ডের নারান্দা গ্রামের যুবক দেবাশীষ জানা বাইরে গিয়েছিল ফুলের কাজ করতে। সংসারে যখন আর্থিক স্বাচ্ছন্দ ও সুদিন ফিরছিল তখনই নিজের ও পরিবারের ভবিষ্যত কালো মেঘে ঢেকে যায়। তার দুটি কিডনীই নষ্ট হয়ে যায়। সন্তানকে বাঁচাতে মা একটি কিডনি দান করার কথা জানায়। দেবাশীষ বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি রয়েছে কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক অর্থের প্রয়োজন যা 
দেবাশীষ ও তার পরিবারের নেই। দেবাশীষ পিতৃহারা হয়েছে অনেক দিনই। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয় এরপর অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সংবাদটি জেনে কলকাতা থেকে বিজেপি নেতা সায়ন্তন বসু এসে ওই পরিবারের হাতে পঁচিশ হাজার টাকা তুলে দেন এবং ভবিষ্যতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সায়ন্তন বসুর সঙ্গে পাঁশকুড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় বিজেপি নেতৃত্ব সঙ্গে ছিলেন। স্থানীয় ক্লাবগুলিও অর্থ সংগ্রহের চেষ্টা করছে কিন্তু বাধ সেধেছে লকডাউন, অর্থনৈতিক মন্দা প্রভৃতি বিষয়গুলো। পরিবারের তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...