বুধবার, ৮ জুলাই, ২০২০

কি কি বিবেচনা করে পাঁশকুড়া পুরসভার কয়েকটি ওয়ার্ডে আংশিক লকডাউন ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে এবং কনটেইনমেন্ট জোনে কড়াভাবে লকডাউন হবে। পাঁশকুড়া পুরসভার ১,২,৬,৭,৮,৯,১০ নম্বর প্রভৃতি ওয়ার্ডে আংশিক  কনটেইনমেন্ট করা হয়েছে। এক্ষেত্রে যে  দিকগুলি বিবেচনায় এসেছে এক নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছিলেন এই কারণে এক নম্বর ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট হয়েছে আর দু নম্বর ওয়ার্ডে কোনও করোনা পজিটিভ হয়নি কিন্তু তার আশেপাশের  ওয়ার্ডে সংক্রমিত ব্যাক্তি থাকায় কিছুটা অংশে  কনটেইনমেন্ট করা হয়েছে। সাত নম্বর ওয়ার্ডে দিল্লি ফেরত এক ব্যক্তি পজিটিভ হয়েছিলেন সম্ভবত সেই কারণে সাত নম্বর ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট হয়েছে। ছয় নম্বর ওয়ার্ডে কোন পজিটিভ নেই। তবে ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ড পাশাপাশি। তাই ছ নম্বর ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট হয়েছে।  ৮ নম্বর ওয়ার্ডে পিএনবি এটিএম লাগোয়া দুই ব্যক্তি, উল্লেখ্য এই দুই ব্যক্তি দম্পতি যারা করোনা পজিটিভ হয়। এই ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট ঘোষণা করা হয়েছে। এখানে পিএনবি এটিএম রয়েছে যে বিল্ডিংটিতে সেই বিল্ডিং আগেই সিল করা হয়েছিল। ৯ নম্বর ওয়ার্ডে এস বি আই ব্যাংকের একজন আধিকারিক করোনা আক্রান্ত যদিও তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা নন কিন্তু ব্যাংকটি নয় নম্বর ওয়ার্ডে অবস্থিত তাই নয় নম্বর ওয়ার্ডে আংশিক কনটেইনমেন্ট করা হয়েছে। ১০ নম্বর ওয়ার্ডে কোনও পজিটিভ নেই কিন্তু ১০ নম্বর ওয়ার্ড ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড লাগোয়া তাই সেখানে কিছুটা অংশ কনটেইনমেন্ট হয়েছে অর্থাৎ পাঁশকুড়া পৌরসভার যে অংশগুলি কনটেইনমেন্ট হয়েছে সেগুলি মূলত পাঁশকুড়া স্টেশন বাজার লাগোয়া অর্থাৎ ওই এলাকাগুলিতে কনটেইনমেন্ট বা তার বাইরেও নাগরিকদের সতর্ক হতে হবে । 
সাত নম্বর ওয়ার্ডের আক্রান্ত ব্যক্তি বাইরে থেকে আগত ছিলেন। বাকিদের এরকম কোনও ইতিহাস নেই। পাঁশকুড়া পৌরসভার বাইরে পঞ্চায়েত এলাকায়  কেশাপাট, মাইসোরা,  প্রতাপপুর- ২ প্রভৃতি জায়গায় বিক্ষিপ্তভাবে একজন করে ব্যক্তির পজিটিভ পাওয়া গিয়েছিল কিন্তু  লাগোয়া এলাকায়  কারোর সংক্রমণ  পাওয়া যায়নি সেই কারণে গ্রামীণ এলাকায় কনটেইনমেন্ট করা হয়নি । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...