বুধবার, ৮ জুলাই, ২০২০

পূর্ব মেদিনীপুরে কনটেইনমেন্ট জোন ও বাফার এলাকার তালিকা ঘোষণা করা হলো ।

ভারত নিউজ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - রাজ্যের বিভিন্ন জেলার কনটেইনমেন্ট জোন ও বাফার এলাকার তালিকা ঘোষণা করা হলো। পূর্ব মেদিনীপুরে হলদিয়া পুর এলাকা ও গ্রামীণ এলাকা, তমলুক, শহীদ মাতঙ্গিনী, মহিষাদল প্রভৃতি জায়গাগুলির নির্দিষ্ট এক বা তার বেশি বাড়ি কনটেইনমেন্ট  এলাকার তালিকায় রয়েছে অর্থাৎ যে শহর বা এলাকাগুলির উল্লেখ করা হয়েছে তার পুরো এলাকা বা একটা পুরো ওয়ার্ড বা গ্রাম কনটেইনমেন্ট তা নয় অর্থাৎ আগের কনটেইনমেন্টের থেকে এবারের কনটেইনমেন্ট জোন অনেকটা আলাদা। যেমন আমরা তালিকায় দেখতে পাচ্ছি তমলুক পুরসভার পদুমবসান গ্রামে যেটা সাত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে সেখানে নির্দিষ্ট একজন ব্যক্তির বাড়ি উল্লেখ রয়েছে। সম্ভবত প্রশাসন দেখেছে কোন একটি বাড়ি থেকে এক বা একাধিক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন সেক্ষেত্রে সেই বাড়িটিকে সিল করা হয়েছে এবং কনটেইনমেন্ট করা হয়েছে। নিচে দেওয়া কনটেইনমেন্ট জোন ও বাফার জোনের তালিকা যেটা দেখলেই বোঝা যাবে চিত্রটি -
 তালিকা থেকে আমরা বুঝতে পারছি পূর্ব মেদিনীপুরের কনটেইনমেন্ট জোন বা বাফার জোন পাঁচটি শহর বা এলাকার মধ্যে সীমাবদ্ধ। পূর্ব মেদিনীপুরের কাঁথি, পাঁশকুড়া,  এগরা প্রভৃতি শহরের উল্লেখ নেই। তবে, যে জায়গা গুলির নাম উল্লেখ নেই সেই জায়গার মানুষকেও সতর্ক থাকতেে হবে কারণ করোনা পজিটিভ এই জায়গাগুলোর বাইরেও হয়েছে।  কনটেইনমেন্ট জোন ঘোষণার ক্ষেত্রে যেটা বিবেচ্য হয় সংক্রমিত ব্যক্তির কাছ থেকে সংক্রমণের সম্ভাবনা কতটা। কনটেইনমেন্ট কথার অর্থ হল  গণ্ডিবদ্ধ অর্থাৎ একটা গন্ডি করে দেওয়া যাতে সংক্রমণ বাইরে না ছড়ায়। 
পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দ্বারা তিরিশে জুনের করা নোটিফিকেশনের প্রেক্ষিতে উপরিউক্ত কন্টেইনমেন্ট জোনের তালিকা । 
আজ অর্থাৎ ৮ ই জুলাই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নতুন যে কনটেইনমেন্ট এলাকা  ঘোষণা করল তার তালিকা -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...