মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বদলি হচ্ছেন পূর্ব মেদিনীপুরের এসপি ইন্দিরা মুখোপাধ্যায়, আসছেন সুনীল কুমার যাদব ।

ভারত নিউজ, পূর্ব মেদিনীপুর - পূর্ব মেদিনীপুরের এসপি আইপিএস শ্রীমতি ইন্দিরা মুখোপাধ্যায় বদলি হয়ে যাচ্ছেন। নতুন এস পি হয়ে আসছেন সুনীল কুমার যাদব, আইপিএস। তিনি এস টি এফ অর্থাৎ স্পেশাল টাস্কফোর্সের এসপি ছিলেন অপরদিকে শ্রীমতি ইন্দিরা মুখোপাধ্যায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অর্থাৎ এসটিএফের এসপি হচ্ছেন। 
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর আজ এই বিজ্ঞপ্তি জারি করেছে।  ইন্দিরা মুখোপাধ্যায়ের আগে পূর্ব মেদিনীপুরের এসপি ছিলেন ভি সলমন নেশাকুমার। তাঁকে অন্য জেলায় বদলি করা হয় এবং ইন্দিরা মুখোপাধ্যায় তখন পূর্ব মেদিনীপুরের এসপি হয়ে এসেছিলেন । 
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...