সোমবার, ৬ জুলাই, ২০২০

করোনা পজিটিভ, সংক্রমণ এড়াতে সিল করা হলো বিল্ডিং পাঁশকুড়ায় ।

ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে দুই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর একটি বাণিজ্যিক ভবন সিল করা হলো। ওই ভবনে এটিএম, ইন্স্যুরেন্স অফিস, শোরুম, গ্যারেজ, অজস্র দোকান রয়েছে। এই কারণে সংক্রমণ এড়াতে বিল্ডিংটি সিল করা হয়। গতকাল সন্ধ্যা থেকে সিল করা হয় অপরদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি শুক্রবার থেকে সিল করা হয়েছে।  ওই বিল্ডিং এ প্রত্যহ কয়েক হাজার মানুষের আনাগোনা ছিল। এই বিল্ডিং এর উল্টো দিকে নয় নম্বর ওয়ার্ডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক আধিকারিকের করোনা পজিটিভ রিপোর্ট আসায় ওই ব্যাংকটিও আপাতত সিল করা হয়েছে । স্থানীয় অনেকের দাবি ছিল পজিটিভ রিপোর্ট আসার পর বিল্ডিংটি সিল করার। প্রশাসনিক সিদ্ধান্তকে তাঁরা সমর্থন জানিয়েছেন । সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে এসে আর কেউ আক্রান্ত হয়েছেন কিনা সেটা রিপোর্ট এলে জানা যাবে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...