সোমবার, ৬ জুলাই, ২০২০

পাঁশকুড়ায় যুবকের রহস্যজনক আত্মহত্যা ।

ভারত নিউজ(জেলার পাতা), পূর্ব মেদিনীপুর- পাঁশকুড়ার এক যুবক আত্মহত্যা করল। আত্মহত্যার কারণ রহস্যজনক। আত্মঘাতী যুবকের নাম পীযূষ ঘোষ। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য ছিলেন এবং তাদের দলীয় পত্রিকার পূর্ব মেদিনীপুরের সাংবাদিক ছিলেন। তিনি বিএসএনএল দপ্তরে অস্থায়ী পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও একটি ছোট সন্তান রয়েছে। পাঁশকুড়ার হাউর অঞ্চলে তার বাড়ি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...