সোমবার, ৬ জুলাই, ২০২০

আজ থেকে শুরু হলো তৃণমূলের বুথ থেকে ব্লকে সপ্তাহব্যাপী একগুচ্ছ কর্মসূচি ।

ভারত নিউজ (জেলার খবর), মুর্শিদাবাদ - আজ থেকে শুরু হলো তৃণমূলের একগুচ্ছ কর্মসূচি। আগামী কয়েকদিন ধরে চলবে। বুথ থেকে ব্লক বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রেল বেসরকারিকরণ, সমবায়, কর্মীদের নিজের বাড়ির কাছে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা প্রভৃতি একাধিক কর্মসূচি কয়েকদিন ধরে চলবে। উল্লেখ্য, মহামারীর কারণে এবছর একুশে জুলাই শহীদ দিবস পালন হচ্ছেনা, আগামী বছর বিধানসভা নির্বাচন। সম্ভবতঃ, তারই বিকল্প হিসেবে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি রাজ্যের সমস্ত বুথ, অঞ্চল  ও ব্লকে নেওয়া হবে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...