শুক্রবার, ৩ জুলাই, ২০২০

লকডাউন শিথিল হতে সামাজিক দূরত্ব ও মাস্ক পরে পুনরায় শুরু হয়েছে মাঠে ক্রীড়া অনুশীলন।

ভারত নিউজ ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - দীর্ঘ লকডাউনে মাঠ ছিল শুনশান কারণ খেলাধুলো ছিল বন্ধ। পূর্ব মেদিনীপুর নেট বল অ্যাসোসিয়েশন ছেলেমেয়েদের খেলাধুলোর প্রশিক্ষণ দেয়।  বন্ধ থাকায় একদিকে যেমন ছেলেমেয়েরা বাড়িতে অস্থির হয়ে উঠেছিল অন্যদিকে তাদের ধারাবাহিক প্রশিক্ষণে ছেদ পড়েছিল অবশেষে লকডাউন কিছুটা শিথিল হতে আবার ছোট বড় ছেলে মেয়েরা দেখা দিয়েছে সবুজ ঘাসের মাঠে তবে প্রশিক্ষকরা সতর্কতা অবলম্বন করেছেন কারণ এই কয়েকমাসে পরিস্থিতি অনেক বদলে গেছে। প্রতিটি ছেলেমেয়ের মুখে মাস্ক 
পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং মাঠের মধ্যে প্রত্যেকের সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে। অ্যাসোসিয়েশনের ক্রীড়া শিক্ষকদের মতে আজকের ছাত্র সমাজ মোবাইলে গেম খেলায় মগ্ন তাই চারিদিকে সবুজ মাঠ শুনশান। ছেলে-মেয়েদের মোবাইল থেকে মাঠমুখী করা এবং সুস্বাস্থ্য গড়ে তোলা আমাদের লক্ষ্য কিন্তু হঠাৎ ছেদ পড়েছিল মহামারী ও লকডাউনে তাই একটু শিথিল হওয়াতে আমরা পুনরায় প্রশিক্ষণ শুরু করেছি সামাজিক দূরত্ব ও অন্যান্য নিয়ম কানুন মেনে। প্রশিক্ষণ করানোয় তাদের বাড়িতে থাকার অবসাদ কাটবে, মিলিত হওয়ার সুযোগ পাবে এবং সুস্বাস্থ্য গড়ে উঠবে। তমলুক লাগোয়া শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক,  চাঠরাসহ  বিভিন্ন গ্রামের  ছেলেমেয়েদের  তারা প্রশিক্ষণ দিয়ে থাকে । 

1 টি মন্তব্য:

  1. এটা খুব ভালো লাগছে। আমি এই প্রচেষ্টা কে আরও উৎসাহ দিচ্ছি।

    উত্তরমুছুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...