ভারত নিউজ (জেলার পাতা), ঝাড়গ্রাম- বুধবার সকাল ৮.৩০ নাগাদ লালগড় থানার শ্যামসুন্দরপুর গ্রামে মিথুন বেজ (২৫) নামে এক ব্যক্তি কাঁশবতী নদীর পাশের পাপোটপুরে তার জমি বেঁধে যাচ্ছিলেন। ট্র্যাক্টরের রটারের ফলকটি একটি ধাতব জিনিসে ধাক্কা লাগে। তিনি খোঁড়াখুঁড়ি করে বাট ছাড়াই একটি মরচে পড়া সিঙ্গল ব্যারেল গান পেয়েছেন। জানা গেছে যে প্রায় পনেরো বছর গ্রামে ওই জায়গা দিয়ে পথ চলে গিয়েছে । ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতী বহু আগেই উক্ত আগুনের অস্ত্র গোপন করে রেখেছিল। তা উদ্ধার করে লালগড় থানার পুলিশ । তদন্ত শুরু করেছে আরো কোথাও এ ধরনের কোনো লুকোনো অস্ত্র আছে কী না তা খতিয়ে দেখছে লালগড় থানা। এটা কোন দুষ্কৃতী দলের লুকানো অস্ত্র হতে পারে অথবা পশ্চিমবাংলার কয়েকটি জেলায় বিস্তীর্ণ গ্রামে একসময় রাজনৈতিক সংঘর্ষ লেগে থাকত সেসময় পুলিশের তল্লাশি থেকে বাঁচার জন্য অনেক অস্ত্র মাটির তলায় লুকিয়ে রাখা হতো আবার জঙ্গলমহল, লালগড় একসময় মাওবাদীদের বিচরণক্ষেত্র ছিল যদিও মাওবাদীরা এই ধরনের অস্ত্র ব্যবহার করত বলে জানা নেই তবে সেই সময় মাওবাদীদের রোখার জন্য জঙ্গলমহলে অনেক হার্মাদ ক্যাম্প হয়েছিল তারা বাইরে থেকে অস্ত্র আমদানি করতো আবার কিছু দেশীয় অস্ত্র নিজেরাই কারখানায় তৈরি করতো সেই অস্ত্রও হতে পারে। পুলিশ তদন্ত করলে সঠিকটা জানা যেতে পারে ।
অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...

-
কেরালায় খুন হলেন কমরেড হক মহম্মদ এবং কমরেড মিথিলাজ । অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ধিক্কার জানালো কেরালা কংগ্রেসকে । উল্ল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন