চন্দ্রকোনারোড কলেজ খুব বেশি পুরোনো নয় কিন্তু এই কলেজ বর্তমান প্রেক্ষিতে একটি অত্যাধুনিক সেমিনার করে দেখালো। অন্যান্য কলেজগুলিও এরকম সেমিনারের আয়োজন করলে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে কথোপকথন করতে পারবে, অবসাদ কাটাতে পারবে। আসলে স্কুল বা কলেজ শুধুমাত্র জ্ঞানের ভান্ডার নয় এটা একটা মিলনমেলা। ছাত্রছাত্রীরা তাদের প্রিয় বন্ধু বান্ধবী এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন দূরে থাকায় তাদের মধ্যে একটা অবসাদ কাজ করছে ।
অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
শুক্রবার, ৩ জুলাই, ২০২০
সম্প্রতি চন্দ্রকোনারোড কলেজে অনুষ্ঠিত হল করোনা বিষয়ক ভার্চুয়াল সেমিনার।
ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর - সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোড কলেজে অনুষ্ঠিত হল ভার্চুয়াল সেমিনার। এই সেমিনারের আয়োজক ছিল কলেজের লাইব্রেরী দপ্তর। ভার্চুয়াল সেমিনারে করোনা জীবাণুর গতিপ্রকৃতি, কবে থেকে করোনা সংক্রমিত হতে শুরু করে, করোনা ও লকডাউন অবস্থায় কলেজ বন্ধ থাকলেও ছাত্রছাত্রীরা যাতে হতাশ বা অবসাদগ্রস্ত না হয় এ ব্যাপারে অধ্যাপক অধ্যাপিকারা আলোচনা করেন। কলেজের গ্রন্থাগারিক চন্দ্রকান্ত পাইক বলেন, মূলত ছাত্র-ছাত্রীদের অবসাদ কাটানোর জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছিল তারসঙ্গে করোনা নিয়েও আলোচনা হয়। কলেজের ইংরেজি, বাংলা, দর্শন, রসায়ন, কম্পিউটার সায়েন্স প্রভৃতি বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকারা ভার্চুয়াল সেমিনারে বক্তব্য রাখেন। মূল বক্তা ছিলেন কলেজের অধ্যক্ষা । চন্দ্রকোনারোড কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীরাও এই ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...

-
কেরালায় খুন হলেন কমরেড হক মহম্মদ এবং কমরেড মিথিলাজ । অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ধিক্কার জানালো কেরালা কংগ্রেসকে । উল্ল...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন