শনিবার, ৪ জুলাই, ২০২০

উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের সরঞ্জাম, বড়সড় নাশকতার ছকের আশঙ্কা করছে বীরভূম জেলার পুলিশ ।

ভারত নিউজ - বড়সড় কোন নাশকতার ছকের আন্দাজ করছেন বীরভূম জেলার পুলিশ। কম সময়ের ব্যবধানে বিস্ফোরক তৈরির উপাদান  মিলল জেলা থেকে। রামপুরহাট থানার নারায়ণপুর অঞ্চল থেকে একটি ট্রাক্টর এবং বাইক উদ্ধার করেছে পুলিশ।ওই ট্রাক্টরটি থেকে প্রায় পঁচিশ  বস্তা নাইট্রোজেন, অ্যামোনিয়াম নাইট্রেট এবং বেশ কিছু জিলেটিন স্টিক উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওঁৎ পেতে ছিল। নয়নপুর গ্রামে যখন ট্রাক্টরটি আসে সঙ্গে সঙ্গে সেটি চিহ্নিত করে আটক করার ব্যবস্থা করে এবং ওই ট্রাক্টরটি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ বিস্ফোরক। কী উদ্দেশ্যে এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ। প্রসঙ্গত আগেও একইভাবে বিস্ফোরক ভর্তি গাড়ি আটক করেছিল বীরভূম জেলা পুলিশ।
উল্লেখ্য, এর আগে মুরারইয়ে জিলেটিন স্টিক,অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিষ্ফোরক উদ্ধার করে পুলিশ।
তারপর ফের রামপুরহাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কি উদ্দেশ্য নিয়ে এই বিষ্ফোরক পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।  উল্লেখ্য, বীরভূমে বেআইনি অস্ত্রশস্ত্র প্রবেশের ক্ষেত্রে বিহার বা ঝাড়খণ্ডের যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না। বিহার বা ঝাড়খণ্ডের কিছু জায়গায় দেশীয় অস্ত্র তৈরি হয়, এরপর পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে সেগুলো রাজ্যে ঢুকে যায়। বীরভূমের সীমান্তে রয়েছে ঝাড়খণ্ডের সীমান্ত।  তবে, জিলেটিন স্টিকের মত অস্ত্রশস্ত্র কোন পাড়ার দুষ্কৃতী বা এলাকার মাফিয়ার একার কাজ নয় এর পেছনে বড় মাথা এবং আন্তঃরাজ্য চক্র থাকতে পারে। জিলেটিন স্টিক কোন মামুলি অস্ত্র নয়। 
চিত্র ও তথ্যসূত্র - বীরভূম জেলা পুলিশ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...