অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
শনিবার, ৪ জুলাই, ২০২০
' সংকল্প ' র উদ্যোগে দুঃস্হ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা ।
ভারত নিউজ ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - 'সংকল্প' সামাজিক ও সাংস্কৃতিক একটি সংস্থা। এই সংস্থার উদ্যোগে কিছু দুঃস্হ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা করা হয়। পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে আয়োজিত একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রচেষ্টার সূত্রপাত হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সাধন চন্দ্র ঘোষ, শিক্ষারত্ন শিক্ষক ও সাংবাদিক মানস কুমার দাস এবং সংস্থার প্রতিনিধি ইঞ্জিনিয়ার সুমন জানা ও স্বাধীন মাইতি, শিক্ষক পার্থপ্রতিম পতি, আই আই টির অধ্যাপক ডক্টর গোরাচাঁদ দত্ত , শিক্ষিকা পুনম সাউ, অধ্যাপক কার্তিক চন্দ্র গাঁঁতাইতসহ অন্যান্যরা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নির্বাচিত করা হয়েছে এই সাহায্যের জন্য। তারা মাসে পাঁচশো টাকা করে সাহায্য পাবে। পরবর্তীকালে, সাহায্যের পরিমাণ বাড়তে পারে । সংস্থার সম্পাদক সুমন জানা বলেন লকডাউনে বহু অভিভাবকের উপার্জন বন্ধ তাদের সন্তানদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় তাই আমাদের এই প্রচেষ্টা। পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলসহ অন্য দুটি স্কুলের দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আহ্বান করা হয়েছিল । সংস্থাটিতে ব্রাডলি বার্ট স্কুলের অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী রয়েছেন যারা বর্তমানে ইঞ্জিনিয়ার, শিক্ষিকা, অধ্যাপক প্রতিটি পদে কর্মরত ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন