বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ময়নার উত্তর অংশের একটি গ্রামের শোচনীয় রাস্তার অবস্থার চিত্র।

ভারত নিউজ ( জেলার পাতা ), পূর্ব মেদিনীপুর - ময়নার উত্তর অংশের একটি গ্রামের শোচনীয় রাস্তার অবস্থার চিত্র। এখন যেখানে গ্রামীণ সড়ক যোজনায় গ্রামের ভেতরে পিচ হচ্ছে কিংবা পঞ্চায়েতের উদ্যোগে ঢালাই রাস্তা হচ্ছে সেখানে একটি রাস্তার শোচনীয় অবস্থা। সামান্য মোরামটুকুও নেই। বর্ষায় রাস্তা কর্দমাক্ত হয়ে যায় । কাদা রাস্তার উপরে লম্বা বাঁশ ফেলে সেই বাঁশের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে নাহলে  কাদার ওপরে  তক্তা ফেলে  তার ওপর দিয়ে মানুষ যাচ্ছে।  হয়তো গ্রামের সমস্ত রাস্তা এই মুহূর্তে ঢালাই করা সম্ভব নয় কিন্তু নূন্যতম মোরামটুকু ফেলা দরকার যাতে বর্ষায় মানুষের যাতায়াতে সমস্যা নাহয় । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...