শনিবার, ১৮ জুলাই, ২০২০

প্রয়াত পাঁশকুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ।

ভারত নিউজ (জেলার পাতা) , পূর্ব মেদিনীপুর - প্রয়াত হলেন পাঁশকুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরি বিবি। গতকাল  তাঁর মৃত্যু হয়। ২০১৭ সালের পৌরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমী দাসকে তিনি পরাজিত করেন। ওই নির্বাচনে আট নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত করা হয়। 
  তাঁর মৃত্যুর ফলে পাঁশকুড়া পুরসভায় দুটি আসন খালি হয়ে গেল। তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবকুমার ভট্টাচার্য অনেকদিন আগে প্রায়  এক বছর  আগে মারা গিয়েছেন। পনেরো নম্বর ওয়ার্ড আইনি সমস্যার কারণে কাউন্সিলরহীন অবস্থায় । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...