শনিবার, ১৮ জুলাই, ২০২০

হবু শিক্ষকদের পর বর্তমান শিক্ষকরাও ডিজিটাল ক্যাম্পেনিং এ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলো ।

ভারত নিউজ - হবু শিক্ষকরা অর্থাৎ আপার প্রাইমারিতে উত্তীর্ণ যে সমস্ত শিক্ষকরা মামলার জটে এখনও নিয়োগপত্র পায়নি তারা বাড়িতে বসেই  পোস্টার হাতে ছবি তুলে অনলাইনে পোস্ট করেছিল। অপরদিকে বর্তমান শিক্ষকরা অর্থাৎ রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলির গ্র্যাজুয়েট শিক্ষকদের সংগঠন বিজিটিএ বা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বাড়িতে বসেই এসএমএস ও ইমেলের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পেনিং করল তবে এই ডিজিটাল ক্যাম্পেনিং অনেকটা প্রতিবাদস্বরূপ বা অধিকার বা দাবিদাওয়া আদায়ের উদ্দেশ্যে করা হয়েছিল। রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতনে পাহাড়প্রমাণ বৈষম্য রয়েছে অথচ এই ফারাক হওয়ার কথা মাত্র সাতাশশো টাকা সেটা কয়েক হাজারে গিয়ে দাঁড়িয়েছে।  এটা নিয়ে সভা-সমাবেশ করা ছাড়াও আদালত পর্যন্ত গড়ায়।

আদালত শিক্ষক সংগঠনের দায়ের করা মামলার পক্ষেই রায় দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি থাকা সত্বেও পে কমিশনে সেটাকে মান্যতা দেওয়া হয়নি এই কারণে তারা পুনরায় আদালত অবমাননার মামলা করে যেহেতু হাইকোর্টের রায় শিক্ষকদের পক্ষেই ছিল। অবমাননার মামলা চলাকালীন লকডাউন ঘোষণা হয়। দীর্ঘ লকডাউনের মাঝে তারা সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রীকে তাদের আবেদন এসএমএস বা ইমেল করে জানানো হবে। সেই মতো কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা ডিজিটাল মাধ্যমে তাদের আবেদন মুখ্যমন্ত্রীকে প্রেরণ করে । উল্লেখ্য, রাজ্যের সরকার পোষিত স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা  বিজিটিএ নামক একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তোলে, তাদের বিভিন্ন অধিকার ও দীর্ঘ  বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। খুব অল্প সময়ের মধ্যে সংগঠনটি শিক্ষক মহলে ও সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকের সংখ্যা লক্ষাধিক । গ্র্যাজুয়েট শিক্ষকদের দীর্ঘদিনের একটি অভিযোগ মাধ্যমিক স্তরের হয়েও উচ্চমাধ্যমিকের ক্লাস নিতে হয় এবং নিয়মবহির্ভূতভাবে মাস্টার ডিগ্রি শিক্ষকদের সঙ্গে গ্র্যাজুয়েট শিক্ষকদের একটা অস্বাভাবিক বেতনের ফারাক রাখাা হয়েছে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...