তবে, এবছর উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের পরীক্ষা হয়নি। বিশেষত, বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়নি তাই এবারে সরকারিভাবে মেধা তালিকা প্রকাশিত হয়নি । প্রথমের দিকে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাকি পরীক্ষাগুলির নম্বর দেওয়া হয়েছে তাই যারা ভালো নম্বর পেয়েছে তাদের সাফল্যের মধ্যেও সামান্য একটুখানি দুধে চোনা পড়ে থাকার মতো ।
অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
উচ্চমাধ্যমিকে পূর্ব মেদিনীপুরে ভালো ফল কাঁথির স্কুলগুলিতে ।
ভারত নিউজ ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের - ২০১৯ সালের ফল। পাসের হারে কলকাতার পরেই স্থান করেছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কাঁথির স্কুলগুলি ভালো ফল করেছে। উল্লেখ্য, কাঁথিতে বেশ কয়েকটি নামকরা স্কুল রয়েছে, যেমন- কন্টাই মডেল স্কুল, কিশোর নগর, হিন্দু গার্লস প্রভৃতি। পূর্ব মেদিনীপুরে প্রথম হয়েছে সায়নি মহাপাত্র, পটাশপুরের কাজলাগড় স্কুলের ছাত্রী, প্রাপ্ত নম্বর - ৪৯৭, পূর্ব মেদিনীপুরে দ্বিতীয় স্থান লাভ করেছে কন্টাই মডেল ইনস্টিটিউশনের দেবাঞ্জন জানা, তার প্রাপ্ত নম্বর ৪৯৬। এছাড়া, কন্টাই হিন্দু গার্লস থেকে সুচরিতা চরন পেয়েছে ৪৯৫ নম্বর, কন্টাই মডেল ইনস্টিটিউশন থেকে উদয় শংকর রথ পেয়েছে ৪৯৫ নম্বর। এছাড়া, কিশোরনগর স্কুলের সায়ন কুমার মাইতি পেয়েছে ৪৯৫ নম্বর। কাঁথি লাগোয়া বাজকুল, হেঁড়িয়া, মংলামাড়ো স্কুলের ছাত্রছাত্রীরাও ভালো স্থান লাভ করেছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন