বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

করোনা শ্মশান তৈরিতে আপত্তি , দরকার প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের আলোচনা ।

  ভারত নিউজ, পাঁশকুড়া ও কোলাঘাট  - কোলাঘাট ব্লকের দেহাটি খালের ধারে করোনা শ্মশান তৈরিতে প্রতিবাদ জানালো ও বাধা দিল গ্রামবাসীরা। কলিশ্বর, বলিশ্বর, দেহাটি প্রভৃতি গ্রামের বাসিন্দারা এর বিরুদ্ধে এক সভা করে।  পাঁশকুড়া ও কোলাঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে শ্মশান তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গ্রামবাসীদের বক্তব্য এখানে দো - ফসলি জমি রয়েছে ও গৃহপালিত জীব চরানো হয়। করোনা  শ্মশান কংসাবতী বা রূপনারায়ণের ধারে করার আবেদন রাখে গ্রামবাসীরা। এছাড়া, মেচগ্রাম এর কাছে প্রাচীর ঘেরা সরকারি জায়গাও রয়েছে। এখানেও করা যেতে পারে। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা শ্মশানে সমস্ত নিয়ম মেনেই দাহ করা হবে।শ্মশানের ধোঁয়া থেকে সংক্রমণ ছড়ায়না। গ্রামবাসীরা সর্বদলীয় বৈঠক ডাকার আবেদন রেখেছে।  উল্লেখ্য, দাহ করার সময় সংক্রমণ ছড়ায়না তবে এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের আলোচনা ও সচেতনতা গড়ে তোলা দরকার।  তবে শ্মশান সাধারণত সেটা করোনা হোক বা সাধারণ শ্মশান হোক মানুষের জনপদ বা কর্মকান্ড রয়েছে এমন জায়গার বাইরে নির্জনে হওয়াটাই শ্রেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...